
ছবি: সংগৃহীত
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন, যিনি সাম্প্রতিক সময়ে অভিনয়ের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উপস্থিতি এবং বিভিন্ন সামাজিক-রাজনৈতিক বিষয়ে সরব মন্তব্যের জন্য বেশি আলোচনায় থাকেন, এবার প্রকাশ্যে সমালোচনা করলেন আরেক জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে। সমালোচনার কেন্দ্রবিন্দু হলো বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত জীবনীভিত্তিক সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’, যেখানে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন তিশা।
রবিবার (১০ আগস্ট) শাওন তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে তিশার একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়—তিশা চলচ্চিত্রে নিজের অভিজ্ঞতা, শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সাক্ষাৎ, এবং ছবির কাজ নিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করছেন। ভিডিওতে তিশার সঙ্গে শেখ হাসিনার এবং আওয়ামী লীগ নেতাদের কয়েকটি মুহূর্তও ফুটে উঠেছে। এই ভিডিও শেয়ার করেই শাওন শুরু করেন দীর্ঘ ব্যক্তিগত স্মৃতিচারণ এবং সমালোচনার বন্যা।
শাওন লেখেন, তিনি তিশাকে ছোটবেলা থেকেই চেনেন। শাওনের ছোট বোনের সঙ্গে একই ব্যাচে গানে প্রশিক্ষণ নিয়েছিলেন তিশা। দু’জনই একই গানের শিক্ষকের কাছে তালিম নিতেন। শাওনের ভাষায়, তার ছোট বোন যেমন তাকে ‘আপুনি’ বলে ডাকত, তিশাও একইভাবে ‘আপুনি’ ডাকত, আর শাওনও তাকে বোনের মতোই দেখতেন।
১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনের সময়ের একটি ঘটনার উল্লেখ করেন শাওন। তিনি জানান, তার মায়ের সহকর্মী সংসদ সদস্য শাহিন মনোয়ারা হক তিশার আত্মীয় (সম্ভবত খালা) ছিলেন। সেই সময় প্রায়ই একই অনুষ্ঠানে তিশার সঙ্গে দেখা হতো।
পরিচালক হিসেবে শাওনের জনপ্রিয় ধারাবাহিক ‘একলা পাখী’-তে অভিনয় করেছিলেন তিশা। শুটিং চলাকালে তারা দীর্ঘ সময় কাছাকাছি ছিলেন। এফডিসিতে বিভিন্ন সভায় শাওন দেখেছেন, তিশা তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে ‘ইনু মামা, ইনু মামা’ ডেকে শ্রদ্ধার সঙ্গে কথা বলতেন এবং বিভিন্ন আবদার করতেন। ইনু মন্ত্রীও তাকে স্নেহ করতেন।
তিশা অভিনীত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি এখনো দেখা হয়নি বলে স্পষ্ট জানিয়ে শাওন মন্তব্য করেন—দেখারও কোনো ইচ্ছা নেই। কারণ হিসেবে তিনি বলেন, বাস্তব জীবনে তিশার যে ধরনের অভিনয় তিনি দেখেছেন, তাতেই তার “শখ মিটে গেছে”।
পোস্টের একেবারে শেষে শাওন হ্যাশট্যাগ দিয়ে তিশার উদ্দেশে লেখেন—“নাটক কম করো পিও”। এ মন্তব্যটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। কেউ কেউ শাওনের খোলামেলা সমালোচনাকে সমর্থন করছেন, আবার অনেকে মনে করছেন এটি ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে চলে গেছে।
২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি পরিচালনা করেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, আর ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে তিশা। সিনেমাটি মুক্তির পর থেকেই রাজনৈতিক পক্ষ-বিপক্ষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছিল। বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতনের পর তিশার চরিত্র এবং সিনেমায় তার অংশগ্রহণ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়, যা এখনও থামেনি।
বাংলাবার্তা/এমএইচ