
ছবি: সংগৃহীত
জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল অনেকটা হুট করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব নেওয়ার পরই তিনি জানিয়েছেন, স্বল্প সময়ের জন্য এই পদে এসেছেন। কারণ, আগামী অক্টোবরেই বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ শেষ হচ্ছে এবং এরপরই অনুষ্ঠিত হবে নতুন নির্বাচন।
সোমবার (২৪ আগস্ট) নারায়ণগঞ্জে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বুলবুল স্পষ্ট করে জানিয়েছেন, তিনি কখনো বিসিবি নির্বাচনে অংশ নেবেন না। তিনি বলেন, ‘আমি তো বলেছি আমি কখনো নির্বাচন করব না। আমি কীভাবে নির্বাচন করব? নির্বাচন করতে যে রসদগুলো লাগে সেটা আমার নেই।’
বর্তমান বিসিবি সভাপতির মন্তব্য থেকে স্পষ্ট, তিনি প্রশাসনিক দায়িত্ব পালন করতে এসেছেন, কিন্তু নির্বাচনী রাজনীতিতে তিনি যুক্ত হবেন না। তিনি আরও বলেন, ‘আমি ফ্রি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে এসেছি। তারা যদি আমাকে কন্টিনিউ করতে বলে, থাকব, চেষ্টা করব।’
গুঞ্জন রয়েছে, অ্যাডহক কমিটি গঠন করা হতে পারে। বুলবুল জানিয়েছেন, ‘ক্রিকেট পরিচালনা পর্ষদের প্রধান অগ্রাধিকার হচ্ছে ক্রিকেট চালানো। নির্বাচন চার বছর অন্তর হয়। সময় যেহেতু এসেছে, সেটা ঠিক সময়েই হবে।’
তিনি আরও যোগ করেছেন, ‘যারা পূর্ণ সদস্য আছেন তাদের নির্বাচন নিয়ে আন্তর্জাতিক সংবাদ হয় না। আমরা সিরিয়াসলি নেই। আমরা এখন যারা পরিচালনা পর্ষদে আছি, আমাদের ফোকাস ক্রিকেট। অবশ্যই নির্বাচন সঠিক সময়ে হবে। নির্বাচন কমিশন এবং আনুসাঙ্গিক কার্যক্রম দ্রুত জানানো হবে।’
এই বক্তব্য থেকে বোঝা যাচ্ছে, আগামী অক্টোবরের নির্বাচনকে কেন্দ্র করে বিসিবিতে রাজনৈতিক উত্তেজনা হলেও, বর্তমান প্রশাসন পুরোপুরি ক্রিকেট সচল রাখার ওপর জোর দিচ্ছে।
বাংলাবার্তা/এমএইচও