
ছবি : বাংলাবার্তা
পবিত্র রমজান মুমিনের ইবাদতের বসন্তকাল। পবিত্র রমজান মুমিনের পাপাচার ক্ষমা করানোর অনন্য মাধ্যম। একটি ফরজ আমলে সত্তরটি ফরজ আমলের সাওয়াব পাওয়া যায়। আর একটি নফল আমলে একটি ফরজ আমলের সাওয়াব পাওয়া যায়।
সোমবার (১২ ফেব্রুয়ারি) ইসলামিক ফাউন্ডেশন থেকে পবিত্র রমজান মাসের সাহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, চাঁদ দেখা সাপেক্ষে এবার পবিত্র রমজান মাস শুরু হবে আগামী ১২ বা ১৩ মার্চ। তবে রমজান শুরুর সময় ১২ মার্চ ধরে ঢাকার সাহরি ও ইফতারের সময়সূচি নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
গত ৫ ফেব্রুয়ারি ইসলামিক ফাউন্ডেশন ১৪৪৫ হিজরির রমজান মাসের সাহরি ও ইফতারের এ সময়সূচি চূড়ান্ত করে।
সময়সূচি অনুযায়ী, ১২ মার্চ প্রথম রমজানে ঢাকায় সাহরির শেষ সময় ভোররাত ৪টা ৫১ মিনিট ও ইফতারির সময় ৬টা ১০ মিনিট।
তবে দূরত্ব অনুযায়ী ঢাকার সময়ের সঙ্গে সর্বোচ্চ ৯ মিনিট পর্যন্ত যোগ করে ও ৯ মিনিট পর্যন্ত বিয়োগ করে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ সাহরি ও ইফতার করবেন বলে ইসলামিক ফাউন্ডেশন থেকে জানা গেছে।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, সাহরির শেষ সময় সতর্কতামূলকভাবে সুবহে সাদিকের ৩ মিনিট আগে ধরা হয়েছে এবং ফজরের ওয়াক্ত শুরুর সময় সুবহে সাদিকের ৩ মিনিট পরে রাখা হয়েছে।
সতর্কতামূলকভাবে সাহরি শেষ হওয়ার ৬ মিনিট পর ফজরের আজান দিতে হবে। সূর্যাস্তের পর সতর্কতামূলকভাবে ৩ মিনিট বাড়িয়ে ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে।
মহান আল্লাহ আমাদের সবাইকে পবিত্র রমজানের রোজাগুলো রাখার তাওফিক দান করুন। আমিন।
বাংলাবার্তা/জেডএইচ