
ছবি: সংগৃহীত
রাজনৈতিক অঙ্গনে উত্তপ্ত বিবাদ সৃষ্টি করেছে বিএনপি নেতা রুমিন ফারহানা এবং এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর মধ্যে প্রকাশ্য সংঘর্ষ। রোববার (২৪ আগস্ট) নির্বাচন কমিশনে সংসদীয় সীমানা পুনর্নির্ধারণের শুনানি চলাকালীন দু’পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি এবং হাতাহাতির ঘটনা ঘটে।
ঘটনার প্রেক্ষিতে হাসনাত আবদুল্লাহ দাবি করেন, বিএনপি ভোটকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, “নির্বাচন ভবনের ঘটনার মাধ্যমে দেখা গেছে, বিএনপির মধ্যেও অনেকে আছেন, যারা আওয়ামী লীগের থেকেও বেশি আওয়ামী লীগ। তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা। তিনি নির্বাচনে প্রভাব বিস্তার করতে চাইছেন।”
পরে ফেসবুকে হাসনাত বলেন, “নারীর রাজনৈতিক অবস্থান যাই হোক, তার ব্যক্তিগত জীবন নিয়ে কারো সমালোচনা করার অধিকার নেই। আমি রুমিন ফারহানাসহ যেকোনো নারীর প্রতি স্লাটশেমিংয়ের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান ব্যক্ত করছি।”
তবে রুমিন ফারহানা মঙ্গলবার (২৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে জবাব দেন, “এটা ওই ফকিন্নির বাচ্চাটা না, যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে?” পোস্টে হাসনাতের ছাত্রলীগ-সংক্রান্ত ছবি ও স্ক্রিনশটও যুক্ত করেছেন। পরে যাচাই করা হয়েছে, তা ভুয়া প্যাড।
এই উত্তপ্ত মন্তব্য সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। অনেকে মন্তব্যকে অশালীন বলে উল্লেখ করেছেন, আবার কিছু সমর্থনও পাওয়া গেছে। এই ঘটনা রাজনৈতিক ভদ্রতা এবং নেতাদের দায়িত্বশীল আচরণের প্রশ্নও তুলেছে।
বাংলাবার্তা/এমএইচও