
ছবি: সংগৃহীত
বাংলাদেশজুড়ে বিরাজ করছে ভ্যাপসা গরম। দিনের পর দিন চলতে থাকা এ অস্বস্তিকর আবহাওয়ার মধ্যে আশার বার্তা নিয়ে ধেয়ে আসছে একটি শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয়। আগামী ১৪ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয় থাকতে পারে এই বৃষ্টিবলয়, যা উত্তরবঙ্গ থেকে শুরু করে সারা দেশে প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের একটি বর্ধিতাংশ বর্তমানে রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল অতিক্রম করে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর আরেকটি বর্ধিতাংশ পৌঁছে গেছে উত্তর বঙ্গোপসাগরে। এর ফলে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
এমন পরিস্থিতিতে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ার স্বাভাবিক সম্ভাবনা তৈরি হয়েছে।
আবহাওয়া পর্যবেক্ষক সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, এবার ধেয়ে আসা শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয়ের নাম দেওয়া হয়েছে ঈশান–২। সংস্থাটি বলছে, প্রচণ্ড ভ্যাপসা গরমের ভেতর দিয়ে আসা এই বৃষ্টিবলয় দেশের উত্তরের বেশ কিছু অঞ্চলে বিশেষভাবে সক্রিয় হতে পারে।
তাদের মতে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে এই বৃষ্টিবলয়ের প্রভাব সবচেয়ে বেশি পড়বে। তবে এটি দেশের অন্য অংশেও বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে আনবে। ফলে রাজধানী ঢাকা এবং দক্ষিণাঞ্চলেও স্বস্তি মিলতে পারে গরম থেকে।
বিডব্লিউওটি জানিয়েছে, ঈশান–২ সক্রিয় হওয়ার আগে থেকেই উত্তরবঙ্গের অনেক এলাকায় বৃষ্টির প্রবণতা বাড়তে শুরু করবে। বিশেষ করে ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও নীলফামারী জেলায় ভারি বৃষ্টি হতে পারে।
অন্যদিকে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বৃষ্টির তীব্রতা তুলনামূলকভাবে কম হলেও কয়েক দফা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরও বুধবার রাতে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে,
-
রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
-
ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে কিছু কিছু জায়গায় একই ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
-
সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
আবহাওয়াবিদরা মনে করছেন, ঈশান–২ সক্রিয় হলে দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া ভ্যাপসা গরম অনেকটাই প্রশমিত হবে। গত কয়েক দিন ধরে উচ্চ তাপমাত্রার সঙ্গে আর্দ্রতার মাত্রা বেড়ে যাওয়ায় মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। স্কুল-কলেজ, অফিস-আদালত থেকে শুরু করে সাধারণ মানুষের জীবনযাত্রা কষ্টসাধ্য হয়ে উঠেছে।
বিশেষ করে রাজধানী ঢাকায় দিনের বেলায় গরমে হাঁসফাঁস করতে হচ্ছে নগরবাসীকে। এই অবস্থায় বৃষ্টিবলয় সক্রিয় হলে অন্তত অস্থায়ী স্বস্তি পাবে মানুষ।
আবহাওয়া বিশেষজ্ঞরা আরও সতর্ক করেছেন যে, বৃষ্টিবলয় সক্রিয় হলে দেশের উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বাড়তে পারে। বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের নদীগুলোতে হঠাৎ পানি বৃদ্ধির ঝুঁকি তৈরি হতে পারে। তবে বড় ধরনের বন্যার আশঙ্কা নেই।
আগামী কয়েক দিনের মধ্যে ‘ঈশান–২’ নামের এই শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয় ধীরে ধীরে সক্রিয় হতে শুরু করবে। এতে দেশের উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হবে, পাশাপাশি দেশের অন্যান্য অঞ্চলেও বৃষ্টি বাড়বে। আবহাওয়াবিদরা বলছেন, গরম থেকে মুক্তি মিললেও সতর্ক থাকতে হবে পাহাড়ি ও নদীবিধৌত এলাকায় হঠাৎ সৃষ্ট জলাবদ্ধতা ও নদীর পানি বৃদ্ধির ঝুঁকি নিয়ে।
বাংলাবার্তা/এমএইচ