
ছবি: সংগৃহীত
সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলীয় কয়েকটি বিভাগে আজ ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বর্ষণ তীব্র আকার নিতে পারে। এর ফলে ওইসব অঞ্চলে জনজীবন কিছুটা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে প্রকাশিত এক পূর্বাভাসে জানানো হয়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময়ের মধ্যে ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি নামতে পারে।
আবহাওয়া অফিস বলছে, এ ধরনের বৃষ্টিপাতের ফলে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে, যা গরমের প্রভাব কমিয়ে দেবে। রাতের তাপমাত্রাও সামান্য কমতে পারে, ফলে ভ্যাপসা গরম থেকে কিছুটা স্বস্তি পাওয়া যাবে।
এদিকে শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টির ধরণ কিছুটা বদলাবে। তখন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণও ঘটতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, মৌসুমি বায়ুর সক্রিয়তা এই সময় বন্যার ঝুঁকি বাড়াতে পারে, বিশেষত সিলেট ও ময়মনসিংহের হাওরাঞ্চলে। তাই নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলের মানুষকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।
বাংলাবার্তা/এমএইচ