
ছবি: সংগৃহীত
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং সেখান থেকে বিভ্রান্তিকর তথ্য প্রচারের ঘটনা ঘটছে। এ বিষয়ে জনসাধারণকে সতর্ক করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
বুধবার (১৩ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সরকারি বিবৃতিতে আইএসপিআর জানায়, সেনাবাহিনী প্রধানের ব্যক্তিগত কোনো ফেসবুক, টুইটার (এক্স), ইনস্টাগ্রাম বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নেই। ভবিষ্যতেও তাঁর কোনো ব্যক্তিগত অ্যাকাউন্ট খোলার বা পরিচালনার কোনো পরিকল্পনা নেই।
তবে সম্প্রতি লক্ষ্য করা গেছে, তাঁর নাম ও ছবি ব্যবহার করে সামাজিক মাধ্যমে ভুয়া প্রোফাইল খোলা হয়েছে এবং সেসব প্রোফাইল থেকে জনসাধারণকে বিভ্রান্ত করার মতো নানা পোস্ট দেওয়া হচ্ছে। এসব পোস্টে কখনো সেনাবাহিনী সম্পর্কিত ভ্রান্ত তথ্য, কখনো রাষ্ট্রীয় ইস্যুতে উসকানিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে—যা দেশের ভাবমূর্তি ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ হতে পারে।
আইএসপিআর বিবৃতিতে জনসাধারণ ও গণমাধ্যমকে অনুরোধ করে বলেছে—এসব ভুয়া অ্যাকাউন্ট থেকে প্রকাশিত কোনো তথ্য বা পোস্টে বিশ্বাস না করতে। বরং যেকোনো প্রাসঙ্গিক তথ্যের জন্য শুধুমাত্র আইএসপিআরের সরকারি ওয়েবসাইট বা ভেরিফায়েড পেজগুলো অনুসরণ করতে বলা হয়েছে।
এছাড়া, এই ভুয়া অ্যাকাউন্ট পরিচালনাকারীদের শনাক্ত ও আইনের আওতায় আনার কার্যক্রমও চলমান আছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ইতোমধ্যে সাইবার ক্রাইম ইউনিট এসব অ্যাকাউন্ট ট্র্যাক করার কাজ শুরু করেছে এবং প্রমাণ সংগ্রহ করছে। আইন অনুযায়ী, এ ধরনের কর্মকাণ্ড ডিজিটাল নিরাপত্তা আইন ও দণ্ডবিধির আওতায় শাস্তিযোগ্য অপরাধ।
বিশেষজ্ঞরা বলছেন, সেনাপ্রধানের নামে ভুয়া অ্যাকাউন্ট শুধু ব্যক্তিগত মর্যাদাকে ক্ষুণ্ণ করে না, বরং সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করতে পারে। ফলে এমন কর্মকাণ্ড জাতীয় নিরাপত্তার ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
বাংলাবার্তা/এমএইচ