
ছবি: সংগৃহীত
সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে এর সঙ্গে গরমও কিছুটা বেড়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ শনিবার (৯ আগস্ট) থেকে আগামী ২৪ ঘণ্টায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। একইসঙ্গে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে, ফলে গরমের অনুভূতিও আরও তীব্র হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়ও একই ধরনের আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে।
আবহাওয়াবিদরা বলছেন, মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে শক্তিশালী অবস্থানে রয়েছে। এর ফলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকলেও আর্দ্রতা বেশি থাকায় এবং সূর্যের উজ্জ্বলতা মাঝে মাঝে বাড়ায় তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
শনিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। ঢাকার আকাশ সারাদিন আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের যে কোনো সময় হালকা বৃষ্টি হতে পারে, বিশেষ করে দুপুর ও সন্ধ্যার দিকে।
আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, “এখন যে বৃষ্টি হচ্ছে, তা মৌসুমি বায়ুর সক্রিয়তার প্রভাব। যদিও কোথাও কোথাও বৃষ্টির পর রোদ উঠছে, ফলে বাষ্পীভবনের কারণে গরম বেশি অনুভূত হচ্ছে। আগামী দুই-তিন দিন তাপমাত্রা সামান্য বেড়ে যেতে পারে, তারপর আবার কমতে পারে।”
আবহাওয়া বিশেষজ্ঞ অধ্যাপক সাজ্জাদ হোসেন মনে করেন, বর্তমানে যে বৃষ্টিপাত হচ্ছে, তা কৃষির জন্য ইতিবাচক হলেও নগরাঞ্চলে অতিরিক্ত আর্দ্রতা মানুষের দৈনন্দিন জীবনে অস্বস্তি সৃষ্টি করবে। তিনি বলেন, “বৃষ্টি গরম থেকে সাময়িক স্বস্তি দিলেও আর্দ্রতার কারণে শরীরে ঘামাচি, ক্লান্তি এবং হিট স্ট্রেস বেড়ে যেতে পারে। যারা বাইরে কাজ করেন, তাদের পর্যাপ্ত পানি পান ও হালকা পোশাক পরার পরামর্শ দিচ্ছি।”
পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহে দেশের উত্তর ও পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বেশি থাকবে। দক্ষিণাঞ্চলে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কম হলেও, সাগরে কোনো নিম্নচাপ সৃষ্টি হলে বৃষ্টির মাত্রা বাড়তে পারে।
আজকের আবহাওয়ার সারসংক্ষেপ বলছে, যারা বাইরে কাজে যাবেন, তাদের ছাতা বা রেইনকোট সঙ্গে রাখা ভালো। একই সঙ্গে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকায় গরমের জন্যও প্রস্তুত থাকতে হবে। অর্থাৎ আজকের দিনটি হবে বৃষ্টি ও গরমের মিশ্র অনুভূতির—কখনো বৃষ্টি, কখনো রোদ, আর এর মাঝে আর্দ্রতার তীব্রতা।
বাংলাবার্তা/এমএইচ