
ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মঙ্গলবার (৮ জুলাই) সরকারি বাসভবন যমুনায় সাক্ষাৎ করেছেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধান প্রফেসর হালুক গোরগুন। ২৪ ঘণ্টার এক অফিসিয়াল সফরে সকালে ঢাকা পৌঁছানো হালুক গোরগুনের এই সফরের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা খাতে সহযোগিতা জোরদার করা।
সাক্ষাৎকালে দুই পক্ষ পারস্পরিক কুশল বিনিময় করেন এবং দুই দেশের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
এর আগে, হালুক গোরগুন বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। সেখানে তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে বাংলাদেশের প্রতিরক্ষা শিল্প বিকাশে সম্ভাব্য কারিগরি ও কৌশলগত সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়।
তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থা ‘ডিফেন্স ইন্ডাস্ট্রি এজেন্সি (এসএসবি)’ প্রশিক্ষণ, গবেষণা ও উন্নয়ন মাধ্যমে সশস্ত্র বাহিনীর সামর্থ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এছাড়াও এই সংস্থা আন্তর্জাতিক সমরাস্ত্র কেনাকাটা ও বিনিয়োগের ক্ষেত্রে তুরস্কের প্রতিনিধিত্ব করে থাকে।
বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার প্রতিরক্ষা সহযোগিতা আরও সুদৃঢ় করতে এই ধরনের উচ্চ পর্যায়ের সাক্ষাৎ ও আলোচনা দুই দেশের নিরাপত্তা ও শিল্প ক্ষেত্রে সমৃদ্ধির প্রতিশ্রুতি জাগাচ্ছে।
বাংলাবার্তা/এমএইচ