
ছবি: সংগৃহীত
কুরবানির ঈদকে কেন্দ্র করে দেশের সিনেমাপ্রেমীদের জন্য এবার আসছে চমকপ্রদ এক উপহার—একসাথে প্রেক্ষাগৃহ ও টেলিভিশন পর্দায় দেখা যাবে তারকাবহুল একাধিক নতুন ও আলোচিত সিনেমা। ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনয়শিল্পীরা তাদের অভিনীত সিনেমা নিয়ে হাজির হচ্ছেন দুটি মাধ্যমেই। প্রেক্ষাগৃহে মুক্তি পাবে যেসব সিনেমা, তার অনেকগুলোর আবার টেলিভিশনে ওয়ার্ল্ড প্রিমিয়ারও হতে যাচ্ছে ঈদের বিশেষ আয়োজনে। এই দুই মাধ্যমের সমন্বয়ে ঈদের ছুটিকে রঙিন করে তুলবে বাংলাদেশের বিনোদন অঙ্গন।
এই বিশেষ আয়োজনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন শবনম বুবলী, জয়া আহসান, শরিফুল রাজ, এফ এস নাঈম ও জিয়াউল রোশানসহ দেশের প্রথম সারির তারকারা। চলুন দেখে নেওয়া যাক কে কী নিয়ে হাজির হচ্ছেন এবারের ঈদে।
শবনম বুবলী: বড় পর্দা আর টিভি—দুই মঞ্চেই সরব
ঢালিউডের বর্তমান সময়ের ব্যস্ততম ও জনপ্রিয় নায়িকা শবনম বুবলী এবারের কুরবানির ঈদেও দর্শকদের জন্য নিয়ে আসছেন একাধিক সিনেমা। রোজার ঈদে যেমন 'জংলি' মুক্তি পায় প্রেক্ষাগৃহে এবং ‘ছায়া’ আসে ওটিটিতে, তেমনি এবার কুরবানির ঈদেও তিনি একই ধারাবাহিকতা বজায় রেখেছেন।
প্রেক্ষাগৃহে মুক্তির জন্য তালিকাভুক্ত আছে বুবলীর অভিনীত 'পিনিক' এবং 'সরদার বাড়ির খেলা'। এর মধ্যে ‘সরদার বাড়ির খেলা’র একটি পোস্টার ইতোমধ্যে প্রকাশিত হয়েছে এবং বুবলী নিজেও তা শেয়ার করে দর্শকদের আশ্বস্ত করেছেন যে, ঈদে তিনি আসছেন। অন্যদিকে ‘পিনিক’ সিনেমাটি নিয়ে এখনো কিছুটা অনিশ্চয়তা থাকলেও নির্মাতা জাহিদ জুয়েল জানিয়েছেন, সিনেমাটি ঈদেই মুক্তি পাবে বলে তারা প্রস্তুতি নিচ্ছেন।
তবে এখানেই শেষ নয়। বুবলীর ভক্তদের জন্য রয়েছে আরও একটি সুখবর। প্রেক্ষাগৃহের পাশাপাশি চ্যানেল আইয়ের ঈদ আয়োজনে থাকছে তার অভিনীত তিনটি সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার। ঈদের দিন সকালে প্রচার হবে ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘ছায়া’। ঈদের চতুর্থ দিনে আসবে মিশুক মনির ‘দেয়ালের দেশ’, আর ষষ্ঠ দিনে দেখা যাবে এম ডি ইকবালের ‘রিভেঞ্জ’। বলা যায়, এবারের ঈদে দুই পর্দাতেই একচ্ছত্র রাজত্ব করতে যাচ্ছেন বুবলী।
জয়া আহসান: শক্তিশালী চরিত্রে দুই পর্দায় জয়া
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার ঈদে হাজির হচ্ছেন দুটি সিনেমা নিয়ে। তার অভিনীত অন্যতম আলোচিত সিনেমা ‘তাণ্ডব’ ঈদে মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে। রায়হান রাফির পরিচালনায় এতে প্রধান চরিত্রে রয়েছেন শাকিব খান, আর সাংবাদিকের চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে।
এছাড়াও তানিম নূরের পরিচালনায় ‘উৎসব’ নামে আরও একটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়। দুটি সিনেমাই আলাদা ধরনের চরিত্রে জয়াকে উপস্থাপন করবে দর্শকদের সামনে।
সিনেমা হলে তো আছেই, টিভি পর্দাতেও থাকছে জয়াকে দেখার সুযোগ। ঈদের দিন দুপুরে দীপ্ত টিভিতে প্রচার হবে তার অভিনীত 'পেয়ারার সুবাস'। এটি পরিচালনা করেছেন নুরুল আলম আতিক। এই সিনেমায় সমাজ, পরিবার ও নারীর অবস্থান নিয়ে একটি হৃদয়ছোঁয়া গল্প উপস্থাপন করা হয়েছে। বর্তমানে জয়া রয়েছেন কলকাতায় এবং ‘তাণ্ডব’ সিনেমার ডাবিংয়ের কাজ করছেন।
এফ এস নাঈম: একই সাথে প্রেক্ষাগৃহ ও টিভি
এফ এস নাঈমও এবারের ঈদে হাজির হচ্ছেন দুই মাধ্যমে। ভালোবাসা দিবসে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল তার অভিনীত 'জলে জ্বলে তারা' সিনেমাটি। এবার সেটি চ্যানেল আইয়ের ঈদ আয়োজনের তৃতীয় দিনে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে। রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে অভিনীত এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অরুণ চৌধুরী।
এর পাশাপাশি রায়হান রাফির পরিচালনায় মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমা ‘তাণ্ডব’-এও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এ অভিনেতা। ফলে এবারের ঈদে টিভি ও বড় পর্দা—উভয় মাধ্যমেই নাঈম থাকছেন দৃশ্যমান।
শরিফুল রাজ: নতুন সিনেমা ‘ইনসাফ’ আর পুরনো হিট ‘দেয়ালের দেশ’
ঢালিউডের আরেক তরুণ ও আলোচিত অভিনেতা শরিফুল রাজ ঈদে নিয়ে আসছেন নতুন সিনেমা ‘ইনসাফ’। সিনেমাটি পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দার। সম্প্রতি প্রকাশিত হয়েছে সিনেমাটির ট্রেইলার, যা ইতোমধ্যেই সাড়া ফেলেছে অনলাইনে।
এছাড়া, গত ঈদে মুক্তিপ্রাপ্ত ‘দেয়ালের দেশ’ নামের সিনেমাটি এবার টিভিতে প্রচারিত হতে যাচ্ছে। ঈদের চতুর্থ দিনে চ্যানেল আইয়ে দেখা যাবে সিনেমাটি। বলা যায়, রাজের ভক্তদের জন্য এবারের ঈদেও থাকছে দারুণ উপভোগ্য আয়োজন।
জিয়াউল রোশান: বহুল প্রতীক্ষিত ‘সরদার বাড়ির খেলা’ ও ওয়ার্ল্ড প্রিমিয়ারে ‘রিভেঞ্জ’
প্রায় দুই বছর ধরে অপেক্ষায় থাকা সিনেমা ‘সরদার বাড়ির খেলা’ অবশেষে মুক্তি পেতে যাচ্ছে কুরবানির ঈদে। এর পূর্ব নাম ছিল ‘পুলসিরাত’, কিন্তু তথ্য মন্ত্রণালয়ের আপত্তির কারণে নাম পরিবর্তন করা হয়। সরকারি অনুদানে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেছেন রাখাল সবুজ। রোশান নিজেই নিশ্চিত করেছেন পোস্টার প্রকাশের মাধ্যমে ঈদে সিনেমা মুক্তির খবর।
এছাড়াও তার অভিনীত ‘রিভেঞ্জ’ সিনেমাটি ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে চ্যানেল আইতে। এটি পরিচালনা করেছেন এম ডি ইকবাল। ফলে বড় পর্দা ও টিভি উভয় জায়গাতেই রোশানকে পাওয়া যাবে এবারের ঈদে।
এবারের কুরবানির ঈদে এক নজরে দেখা যাচ্ছে যে, ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ তারকারা সবাই হাজির হচ্ছেন সিনেমা নিয়ে। প্রেক্ষাগৃহ ও টেলিভিশন—দুই পর্দাতেই তারা হাজির হচ্ছেন ভিন্ন ভিন্ন চরিত্রে ও গল্পে।
এই আয়োজন শুধু চলচ্চিত্রপ্রেমীদের জন্য নয়, পরিবারের সবাইকে নিয়ে একসাথে উপভোগ করার মতো এক বিশাল উৎসব হয়ে উঠবে নিঃসন্দেহে। যেখানে রয়েছে বিনোদন, বৈচিত্র্য, নাটকীয়তা, রোমান্স ও সমাজের নানা চিত্র। এ এক অনন্য ঈদ আয়োজন, যা বাংলা চলচ্চিত্রের নতুন দিগন্ত উন্মোচনের পথে আরেক ধাপ এগিয়ে দিল।
বাংলাবার্তা/এমএইচ