
ছবি: সংগৃহীত
ঢাকাই সিনেমার দুই মহাতারকা শাকিব খান ও জয়া আহসান দীর্ঘদিন পর একসঙ্গে ফিরছেন নতুন এক সিনেমার মাধ্যমে। পরিচালক রায়হান রাফীর নতুন অ্যাকশন-থ্রিলার ঘরানার চলচ্চিত্র ‘তাণ্ডব’-এ প্রথমবারের মতো জুটি বেঁধেছেন এই দুই তারকা। সিনেমার শুটিং প্রায় শেষ পর্যায়ে, আর এটির ডাবিংয়ের কাজ চলছে ভারতের কলকাতায়। সেই কাজেই সম্প্রতি একসঙ্গে উড়াল দিয়েছেন শাকিব খান ও জয়া আহসান।
জানা গেছে, এই ডাবিং পর্বে অংশ নিতে শাকিব ও জয়ার সঙ্গে কলকাতায় গেছেন পরিচালক রায়হান রাফী এবং প্রযোজক শাহরিয়ার শাকিলও। তারা দিনভর ব্যস্ত সময় কাটাচ্ছেন কলকাতার বিখ্যাত অরাল স্টুডিয়োতে, যেখানে চলছে সিনেমাটির ডাবিংয়ের গুরুত্বপূর্ণ কাজ। কাজের শেষে সন্ধ্যায় ছিল এক জমকালো গেট-টুগেদার পার্টি, যেখানে যোগ দিয়েছেন দুই বাংলার তারকাদের মিলনমেলা।
জয়া আহসান জানান, “ডাবিংয়ের কাজ নিয়ে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অরাল স্টুডিয়োতেই আছি। কাজ শেষে সবাই মিলে একটু পার্টিও করি। এটা শুধু কাজের সফর না, একটা উৎসবের মতো হয়ে উঠেছে।”
এই পার্টিতে ঢালিউডের প্রতিনিধি ছাড়াও টলিউডের একঝাঁক তারকা ও প্রযোজক উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— এসভিএফ-এর দুই কর্ণধার শ্রীকান্ত মোহতা ও মহেন্দ্র সোনি, অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্য। দুই বাংলার এমন তারকা সমাগমে পার্টির পরিবেশ হয়ে ওঠে জমজমাট।
‘তাণ্ডব’ সিনেমাটির গল্প এবং নির্মাণশৈলী নিয়ে শুরু থেকেই রয়েছে দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল। বিশেষ করে সম্প্রতি মুক্তি পাওয়া ১ মিনিট ৩০ সেকেন্ডের একটি টিজার দর্শকদের মধ্যে রীতিমতো উত্তেজনার সৃষ্টি করেছে। পুরো টিজারজুড়ে থ্রিল, অ্যাকশন, এবং গা ছমছমে এক রহস্যময়তা ফুটে উঠেছে। তবে সবচেয়ে চমকপ্রদ মুহূর্ত আসে শেষের দিকে, যখন একদল মুখোশধারী গ্যাংকে দেখা যায় মুভমেন্ট চালাতে। তাদের একজন মুখ থেকে খুলে ফেলে মাঙ্কি মাস্ক, আর সেই মুহূর্তেই পর্দায় উপস্থিত হন শাকিব খান!
শাকিবকে দেখা যায় একদম ভিন্নরূপে—রাফ অ্যান্ড টাফ লুকে, চোখে দৃঢ়তা ও শরীরে আত্মবিশ্বাসের ছাপ। সেই দৃশ্য দেখেই ভক্তরা নিশ্চিত হন, সিনেমার মূল চমক হিসেবে ধরা দিচ্ছেন ঢালিউডের এই সুপারস্টার।
অনেকে ধারণা করছেন, এই মুখোশধারী গ্যাংয়ের নেতাই হতে চলেছেন শাকিব খান, যিনি পুরো সিনেমায় তাণ্ডব চালানোর মূল নিয়ামক। তবে সিনেমার মূল গল্প ও চরিত্রগুলোর সম্পর্ক নিয়ে নির্মাতা বা অভিনয়শিল্পীরা এখনো মুখ খোলেননি। পরিচালক রায়হান রাফী শুধু এটুকুই বলছেন, “এই সিনেমা আমার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রজেক্ট। এখানে শাকিব খানকে দর্শক দেখবেন একদম নতুন এক রূপে, যেটা আগে কখনো দেখা যায়নি।”
‘তাণ্ডব’ নির্মাণ হচ্ছে দুই বাংলার যৌথ প্রযোজনায়। বাংলাদেশের পক্ষ থেকে এটি প্রযোজনা করছে Alpha-i Studios এবং Cinemawala, আর ভারতের পক্ষ থেকে রয়েছে টলিউডের অন্যতম বড় প্রযোজনা সংস্থা SVF Entertainment। এ কারণে সিনেমার পোস্ট-প্রোডাকশন ও মার্কেটিংয়ের কাজ মূলত ভারতের কলকাতায় হচ্ছে।
এছাড়াও সিনেমায় অভিনয় করছেন বাংলাদেশের আরও কয়েকজন জনপ্রিয় তারকা, যাদের নাম এখনো প্রকাশ না করা হলেও প্রযোজনা সূত্রে জানা গেছে, এই সিনেমার কাস্টিং দর্শকদের জন্য বড় চমক হতে চলেছে।
সিনেমাটি ঈদ-উল-আজহা কিংবা পুজা উৎসবকে কেন্দ্র করে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। বর্তমানে ডাবিং ও ভিএফএক্সসহ চূড়ান্ত পোস্ট-প্রোডাকশন কাজ চলছে জোরেশোরে।
শাকিব-জয়ার যুগলবন্দি, রাফীর রোমাঞ্চকর নির্মাণশৈলী এবং দুই বাংলার তারকাবহুল সমন্বয়ে তৈরি এই সিনেমা বছরের অন্যতম বড় রিলিজ হয়ে উঠতে যাচ্ছে, এমনটাই প্রত্যাশা সিনেমাপ্রেমীদের।
বাংলাবার্তা/এমএইচ