
ছবি : সংগৃহীত
দেশে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে এখন পর্যন্ত প্রাণ গেছে ২১ জনের। এই সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার (২৮ মে) সকাল পর্যন্ত সারাদেশে ২১ জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে।
এদের মধ্যে ঢাকায় ৪, ভোলায় ৩, বরিশালে ৩, পটুয়াখালীতে ৩, চট্টগ্রামে ২, খুলনা, সাতক্ষীরা, লালমনিরহাট, বরগুনা, কুষ্টিয়া ও কুমিল্লায় একজন করে মোট ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে উপকূলীয় নিম্নাঞ্চলের গ্রাম প্লাবিত, সেই সাথে বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় ৪০ লাখ গ্রাহক। ৭ থেকে ৮ ফুট বেশি উচ্চতার জোয়ারের চাপে সাতক্ষীরা, বরগুনাসহ কয়েক জেলায় বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে।
ইন্টারনেট সংযোগের বাইরে কয়েক লাখ মানুষ। মোট ১৯টি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত উপজেলার সংখ্যা ১০৭ এবং ইউনিয়ন ও পৌরসভার সংখ্যা ৯১৪টি।
বাংলাবার্তা/এআর