
ছবি : সংগৃহীত
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে তীব্র ঝড় ও ভারী বৃষ্টিপাতে রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পৃথক ঘটনায় প্রাণ গেল ৩ জনের। মঙ্গলবার (২৮ মে) সকারে এ তথ্য জানায় পুলিশ।
মঙ্গলবার (২৮ মে) সকালে এ তথ্য জানায় পুলিশ।
সূত্র জানায়, গত সোমবার (২৭ মে) রাতে পৃথক তিনটি ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এরা হলেন- খিলগাঁওয়ের রিয়াজবাগ এলাকায় রিকশার গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া রাকিব (২৫), খিলগাঁওয়ের সিপাহীবাগে রাস্তায় জমে থাকা পানির মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া মরিয়ম বেগম (৪৫) ও যাত্রাবাড়ীতে টিনের প্রাচীর স্পর্শ করে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া লিজা আক্তার (১৬)।
বাংলাবার্তা/এআর