
ছবি: সংগৃহীত
ভাইরাল ভিডিওতে কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহী প্রকাশ করেছেন তার বন্ধু তৌহিদ আফ্রিদির ভয়ংকর চরিত্রের বিস্তারিত বর্ণনা। সম্প্রতি তানভীর রাহীর একটি সাক্ষাৎকার ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক শেয়ার হয়েছে। ভিডিওতে দেখা যায়, রাহী আফ্রিদিকে বাঘের মতো ভয় পান। এরপরই তিনি আফ্রিদির অজানা ব্যক্তিজীবনের নানা কাহিনী জানাতে শুরু করেন।
রাহী বলেন, “সে একেবারে অন্যরকম একজন মানুষ। ক্যামেরার ভেতরে এক রকম, বাইরে একরকম। ক্যামেরার বাইরে সে ‘ভয়ংকর’। ইউটিউব ইন্ডাস্ট্রিতে সবাই তাকে বাঘের মতো ভয় পায়।” তিনি আরও জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অনেকে তার বিপক্ষে ছিল, কিন্তু আফ্রিদি তখনই তার প্রভাব ও ক্ষমতা দেখাত। “রাগ উঠলে বেল্ট খুলে পেটাত। আমি নিজেও এর মধ্যে পড়েছি।”
রাহী জানান, আন্দোলনের কয়েক মাস পর আফ্রিদি তার কাছে ভিডিও কল করেছিলেন। “মনে হয় ওর মাথায় ঢুকেছিল, আমি কাউকে কিছু বলতে পারি। কল ধরার পর সে বলে, ‘তোর সাথে একজনের কথা বলাচ্ছি, খুব শিগগিরই দেশের বড় কেউ হবে। সাবধানে থাকিস।’” রাহী বলেন, আফ্রিদি নিজের অবস্থান ও ক্ষমতা দেখাতে এই ধরনের কৌশল অবলম্বন করতেন।
শেষে তানভীর রাহী বলেন, “৫ আগস্টের পরও দেশে আফ্রিদি ভালোই ছিল। আমরা চেয়েছিলাম সে তার মতো থাকে, আমরা আমাদের মতো থাকি। কিন্তু তা হয়নি। তার মনুষ্যত্ব নেই, সে শুধু জানে প্রতিশোধ, প্রতিশোধ আর প্রতিশোধ। কারে কারে ধরবেন, কারে কারে মারবেন; মনের ভেতরে এসব হারামি চিন্তা থাকলে আল্লাহ কখনো তাকে ছাড় দেয় না।”
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানায় হত্যা মামলায় আসামি তৌহিদ আফ্রিদি রোববার (২৪ আগস্ট) রাতে বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকায় সিআইডির বিশেষ অভিযানে গ্রেফতার হন। মামলায় ১১ নম্বর আসামি তিনি।
বাংলাবার্তা/এমএইচও