
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রতীক্ষিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আগামীকাল, বুধবার (২৮ মে)। সিরিজকে ঘিরে দুই দেশের ক্রিকেটপ্রেমীদের আগ্রহের কোনো কমতি নেই। মাঠের খেলায় উত্তেজনার পাশাপাশি, এই সিরিজের সম্প্রচার নিয়েও চলছে চূড়ান্ত প্রস্তুতি। মঙ্গলবার (২৭ মে) পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আনুষ্ঠানিকভাবে সিরিজের অফিসিয়াল সম্প্রচার মাধ্যমগুলোর নাম ঘোষণা করেছে। দর্শকরা এবার ঘরে বসেই দেশের বিভিন্ন টেলিভিশন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ম্যাচগুলো উপভোগ করতে পারবেন।
বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য দারুণ খবর হলো, দেশের জনপ্রিয় বেসরকারি ক্রীড়াচ্যানেল টি স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে পুরো সিরিজ। অর্থাৎ যারা ঘরে টেলিভিশন সেটে খেলা দেখতে চান, তারা টি স্পোর্টস চ্যানেলটি চালালেই সরাসরি ম্যাচ উপভোগ করতে পারবেন।
তবে যারা মোবাইল ফোন, ল্যাপটপ কিংবা স্মার্ট ডিভাইসে অনলাইনে ম্যাচ দেখতে আগ্রহী, তাদের জন্যও রয়েছে সুবিধা। অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম ট্যাপম্যাড (Tapmad)-এর মাধ্যমে সিরিজের সবগুলো ম্যাচ লাইভ দেখা যাবে। ফলে কর্মজীবী বা ভ্রমণরত ক্রিকেটপ্রেমীরাও যেকোনো জায়গা থেকে খেলা দেখতে পারবেন সহজেই।
সিরিজটি পাকিস্তানের দর্শকদের জন্য সরাসরি সম্প্রচার করবে দুইটি জনপ্রিয় ক্রীড়াচ্যানেল—টেন স্পোর্টস এবং এ স্পোর্টস। এর পাশাপাশি, পাকিস্তানের অনলাইন দর্শকদের জন্য খেলা দেখা যাবে তামাশা অ্যাপ এবং ট্যাপম্যাড অ্যাপের মাধ্যমেও। বিশেষ করে তরুণ অনলাইন ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই এই প্ল্যাটফর্মগুলোতে লাইভস্ট্রিমের ব্যবস্থা করা হয়েছে।
বাংলাদেশ ও পাকিস্তানের বাইরেও প্রবাসী দর্শকদের কথা মাথায় রেখে আন্তর্জাতিকভাবে সিরিজটির সম্প্রচারের ব্যবস্থাও করা হয়েছে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে বসবাসরত দর্শকরাও সহজেই খেলা দেখতে পারবেন নির্ধারিত সম্প্রচার মাধ্যমের মাধ্যমে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি মাধ্যম হলো:
উইলো টিভি (Willow TV) – উত্তর আমেরিকার (যুক্তরাষ্ট্র ও কানাডা) ক্রিকেটপ্রেমীদের জন্য।
সুপারস্পোর্ট (SuperSport) – আফ্রিকার দেশগুলোর দর্শকদের জন্য।
এআরওয়াই ডিজিটাল (ARY Digital) – যুক্তরাজ্যে অবস্থানরত দর্শকদের জন্য।
ক্রিকবাজ (Cricbuzz) – মধ্যপ্রাচ্যের দেশগুলোর দর্শকদের জন্য ম্যাচ সম্প্রচারে যুক্ত হয়েছে।
ডায়ালগও (Dialog TV) – শ্রীলঙ্কায় বসবাসরত দর্শকদের জন্য।
এবারের সিরিজটি অনুষ্ঠিত হবে পাকিস্তানের লাহোর শহরের গাদ্দাফি স্টেডিয়ামে। ঐতিহাসিক এই স্টেডিয়াম ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটের অন্যতম গন্তব্যে পরিণত হয়েছে। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে একই ভেন্যুতে।
ম্যাচগুলোর সময়সূচি নিম্নরূপ:
প্রথম টি-টোয়েন্টি: বুধবার, ২৮ মে
দ্বিতীয় টি-টোয়েন্টি: শুক্রবার, ৩০ মে
তৃতীয় টি-টোয়েন্টি: রবিবার, ১ জুন
প্রতিটি ম্যাচই বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট ম্যাচ সবসময়ই ভিন্নমাত্রার উত্তেজনা সৃষ্টি করে দুই দেশের ভক্তদের মধ্যে। সেই সঙ্গে নতুন ও উদীয়মান খেলোয়াড়দের জন্য এটি বড় মঞ্চ হয়ে উঠতে পারে নিজেদের প্রমাণের। তাই মাঠের খেলায় যেমন আগ্রহ রয়েছে, তেমনি তা সরাসরি দেখার ব্যবস্থাও এবার সর্বাধিক পরিসরে করা হয়েছে।
যারা মাঠে গিয়ে ম্যাচ দেখতে পারবেন না, তারা নির্ধারিত চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে যেন খেলা উপভোগ করতে পারেন, সেটিই নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাই প্রিয় দলকে সমর্থন দিতে প্রস্তুত হয়ে যান—টিভি কিংবা মোবাইল স্ক্রিনে চোখ রাখলেই এবার পুরো সিরিজ থাকবে আপনার নাগালে।
বাংলাবার্তা/এমএইচ