
ছবি : সংগৃহীত
রাজধানীর গুলশানে ফিলিস্তিন দূতাবাসের সামনে কনস্টেবল মনিরুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় মামলা করেছে নিহতের বড় ভাই।
ঘাতক কনস্টেবল কাউসার আহমেদকে আসামি করে তিনি গুলশান থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর ২।
এই বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, দায়ের করা হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কনস্টেবল কাউসারকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে, শনিবার দিনগত রাত পৌনে ১২টা থেকে ১২টা ৫ মিনিটের মধ্যে রাজধানীর গুলশান-বারিধারার কূটনীতিক এলাকায় ফিলিস্তিন দূতাবাসের সামনে গুলিতে নিহত হন কনস্টেবল মনিরুল ইসলাম।
এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন জাপান দূতাবাসের এক গাড়িচালকও। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই ঘটনায় আরেকজন আরোহী পথচারী হয়েছেন। তবে তার সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
বাংলাবার্তা/এআর