
ছবি: সংগৃহীত
বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির সবচেয়ে আলোচিত জুটি শাকিব খান ও শবনম বুবলীকে ঘিরে নতুন করে গুঞ্জন শুরু হয়েছে নিউইয়র্ক শহরকে কেন্দ্র করে। সম্প্রতি এই জুটিকে যুক্তরাষ্ট্রের রাস্তায় ঘুরে বেড়াতে দেখা গেছে—সঙ্গে রয়েছে তাদের সন্তান শেহজাদ খান বীরও। রোববার (৩ আগস্ট) দুপুরে বুবলী তার ব্যক্তিগত ফেসবুক পেজে একসঙ্গে তোলা ১১টি ছবি পোস্ট করেন, যেগুলো মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।
ছবিগুলোর প্রতিটি ফ্রেমেই রয়েছে ঘনিষ্ঠতা, পারিবারিক উষ্ণতা এবং একধরনের ‘অঘোষিত পুনর্মিলন’-এর আভাস। এক ছবিতে দেখা গেছে, শাকিব খান বুবলীকে কোমরে জড়িয়ে ধরে দূরের কোনো কিছুর দিকে ইঙ্গিত করছেন, বুবলীর চোখে-মুখে তখন পরিপূর্ণ হাসি। আরেকটি ছবিতে দেখা যায়, বীর বাবা-মায়ের মাঝে দাঁড়িয়ে হাসছে, যেন নিখুঁত একটি পারিবারিক দৃশ্য।
বুবলী ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, ‘লাইফ ইন ইউএসএ। আমেরিকা’। শুধু এই শব্দগুলোই যেন ইঙ্গিতবহ হয়ে উঠেছে। বিয়ের খবর গোপন রাখা, সন্তানের জন্ম, অতঃপর প্রকাশ্যে আসা এবং দীর্ঘসময় আলাদা আলাদা পথ চলার পর ফের একসঙ্গে সময় কাটানোর এমন মুহূর্ত এখন আর আগের মতো সাধারণ কোনো ঘটনা নয়। বরং এতে যুক্ত হয়েছে জল্পনা, ইঙ্গিত, এমনকি ব্যক্তিজীবনের ‘পাল্টা কৌশল’-এর আলোচনাও।
এর আগে একই রকম দৃশ্য দেখা গিয়েছিল অপু বিশ্বাস ও শাকিব খানকে ঘিরে। সেই সময়ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ঘুরে বেড়ানোর ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। তখন সঙ্গী ছিলেন তাদের প্রথম সন্তান আব্রাম খান জয়। দুই বছর আগের সেই সফর এবং এবারের সফরের মধ্যে পার্থক্য কেবল সঙ্গী নয়, আবহও। এবারকার সফর যেন আরও ব্যক্তিগত, আরও অন্তরঙ্গ, যেন এক নতুন অধ্যায়ের সূচনা। অনেকেই বলছেন, সেই পুরনো প্রতিযোগিতার ময়দানে এবার আবারও এগিয়ে গেলেন বুবলী—এবার প্রকাশ্যে পারিবারিক দৃশ্য তুলে ধরেই।
নিউইয়র্কের বিভিন্ন জায়গায়, বিশেষ করে সিটি পার্ক, টাইমস স্কয়ার এবং নদীপাড়ের খোলা প্রান্তরে তোলা ছবিগুলোর ব্যাকগ্রাউন্ডে দেখা গেছে দর্শনার্থীদের ভিড়। সাধারণ মানুষদের মাঝে এমন সেলিব্রেটি মুহূর্ত ক্যামেরাবন্দি হওয়া স্বাভাবিক হলেও, এখানকার ছবিগুলো যে সাজানো নয়—তা প্রতিটি মুহূর্তেই ফুটে উঠেছে।
বুবলী ও শাকিব খান এর আগে ‘বীর’, ‘চালবাজ’, ‘নোলক’সহ বেশ কয়েকটি ছবিতে একসঙ্গে কাজ করেছেন। তাদের রসায়ন পর্দায় যেমন প্রশংসিত হয়েছে, বাস্তব জীবনেও তা ঘিরে তৈরি হয়েছে বিপুল আগ্রহ। তবে মাঝে সম্পর্কের টানাপোড়েন, দূরত্ব, এমনকি বিচ্ছেদের ইঙ্গিতও পাওয়া গিয়েছিল গণমাধ্যমে। সেই ধারাবাহিকতায় এতদিন একসঙ্গে প্রকাশ্যে আসেননি তারা।
তবে এবারের ছবি যেন সব জল্পনার অবসান ঘটাতে চায়। প্রশ্ন উঠছে—শাকিব কি নতুন করে পারিবারিক সম্পর্কে জড়াতে চান? বুবলী কি এখন আবারো শাকিবের ‘সবচেয়ে ঘনিষ্ঠ’ মানুষ হয়ে উঠেছেন? নাকি এটি শুধুই একটি ঘুরতে যাওয়ার মুহূর্ত, যার পেছনে আর কোনো বিশেষ বার্তা নেই?
ভক্তদের অনেকেই কিন্তু বিষয়টি অতটা সাধারণভাবে দেখছেন না। অনেকে মন্তব্য করেছেন, "এই ছবিগুলো দেখে মনে হচ্ছে—সব ভুলে তারা আবার একসঙ্গে হয়েছেন।" কেউ কেউ লিখেছেন, "শেহজাদ বীর যেন তাদের নতুন করে কাছাকাছি নিয়ে এসেছে।" কেউ আবার স্পষ্ট বলেই দিয়েছেন, "এটি অপু-বুবলীর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতায় নতুন মোড়!"
এই সফর এবং ছবিগুলোকে ঘিরে ইতোমধ্যেই ঢালিউডে নতুন করে আলোচনার ঝড় বয়ে যাচ্ছে। অনেকে বলছেন, শাকিব খানের জীবনে আবার বুবলীই প্রধান নারী চরিত্র হয়ে উঠছেন। আবার কেউ কেউ মনে করছেন, এটি একটি ‘স্ট্র্যাটেজিক প্রেজেন্টেশন’—যা হয়তো মিডিয়ায় নিয়ন্ত্রণ বজায় রাখার একটি কৌশলও হতে পারে।
যাই হোক, শাকিব-বুবলীর এই মুহূর্তগুলো নিঃসন্দেহে দেশের বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনার খোরাক জুগিয়েছে। এখন দেখার বিষয়—এই ঘনিষ্ঠ মুহূর্তগুলো শুধুই একটা পারিবারিক সফরের আলোকচিত্র, নাকি সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনার স্পষ্ট ইঙ্গিত!
বাংলাবার্তা/এমএইচ