
ছবি: সংগৃহীত
রাজধানীবাসীর জন্য বিশেষ সতর্কবার্তা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা মানিক মিয়া অ্যাভিনিউ ও জাতীয় সংসদ ভবন এলাকায় আয়োজন করা হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যায় ড্রোন শো। এতে এই এলাকায় ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে এবং পুরো দিনব্যাপী বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রণে রাখার সিদ্ধান্ত নিয়েছে ডিএমপি।
ডিএমপি বলছে, সকাল ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত চলা এই আয়োজনে শহরের কেন্দ্রস্থলে গণজমায়েত হবে। ফলে ফার্মগেট, খেজুর বাগান, আড়ং ক্রসিং, গণভবন ক্রসিং, বিজয় সরণি ও লেক রোডসহ সংলগ্ন এলাকাগুলোর আশেপাশে যানজট ও চলাচলে বিঘ্ন ঘটতে পারে।
এ অবস্থায়, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে শহরবাসীকে অনুষ্ঠানস্থলের আশপাশের কিছু সড়ক এড়িয়ে চলাচল এবং নির্ধারিত ডাইভারশন মেনে বিকল্প সড়ক ব্যবহারের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
কী থাকছে অনুষ্ঠানে?
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দিনব্যাপী এই অনুষ্ঠানের সূচি অনুযায়ী:
-
সকাল ১১টা থেকে বিকেল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত থাকবে বিভিন্ন শিল্পীগোষ্ঠীর সংগীত পরিবেশনা।
-
বিকেল ২টা ২৫ মিনিটে অনুষ্ঠিত হবে ‘ফ্যাসিস্টের পলায়ন’ উদযাপন পর্ব।
-
বিকেল ৫টায় পাঠ করা হবে ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’।
-
সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে হবে বিশেষ আকর্ষণ ‘ড্রোন শো’।
-
রাত ৮টায় পারফর্ম করবে জনপ্রিয় ব্যান্ড আর্টসেল।
এই বিশাল কর্মসূচি জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণজুড়ে আয়োজিত হওয়ায় সাধারণ চলাচলে বিপত্তি সৃষ্টি হবে— এমন আশঙ্কা থেকেই ডিএমপি যানচলাচল নিয়ন্ত্রণে নিচ্ছে বেশ কয়েকটি এলাকাকে।
যানচলাচল নিয়ন্ত্রণ ও বিকল্প সড়কের তালিকা
১. আড়ং ক্রসিং (মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত)
-
মিরপুর রোড/আসাদগেট হয়ে আসা যানবাহন খেজুর বাগান/ফার্মগেটগামী হলে,
তারা আড়ং ক্রসিংয়ে বামে মোড় না নিয়ে সোজা দক্ষিণে চলে যাবে— ধানমন্ডি ২৭ হয়ে মিরপুর রোডে। -
সায়েন্সল্যাব ক্রসিং থেকে উত্তরগামী যানবাহন মিরপুর রোড ধরে এসে
আড়ং ক্রসিংয়ে ডান দিকে না গিয়ে সোজা গণভবন ক্রসিং,
তারপর লেক রোড-উড়োজাহাজ ক্রসিং-বিজয় সরণি হয়ে গন্তব্যে যাবে।
২. খেজুর বাগান ক্রসিং (মানিক মিয়া অ্যাভিনিউয়ের পূর্ব প্রান্ত)
-
এলিভেটেড এক্সপ্রেসওয়ে → ইন্দিরা রোড → খেজুর বাগান ক্রসিং হয়ে আসা
ধানমন্ডিগামী যানবাহন সোজা মানিক মিয়া অ্যাভিনিউ দিয়ে না গিয়ে
ডানে মোড় নিয়ে → উড়োজাহাজ ক্রসিং → বামে → লেক রোড → গণভবন ক্রসিং → মিরপুর রোড → ধানমন্ডি অভিমুখে যাবে। -
ডিএমপির অনুরোধ: এই যানবাহন যেন ফার্মগেট এক্সিট র্যাম্প না নিয়ে
হাতিরঝিল (এফডিসি) র্যাম্প ব্যবহার করে ধানমন্ডি বা মোহাম্মদপুরে যায়।
৩. ফার্মগেট ক্রসিং
-
ফার্মগেট থেকে মিরপুর/খেজুর বাগানগামী যানবাহন যেন
বামে না মোড় নিয়ে → সোজা বিজয় সরণি → বামে → উড়োজাহাজ ক্রসিং → লেক রোড হয়ে গমন করে।
৪. গণভবন ক্রসিং
-
উত্তর দিক থেকে মিরপুর রোড হয়ে ফার্মগেট অভিমুখী যানবাহন
সোজা দক্ষিণে না গিয়ে → বামে লেক রোড → উড়োজাহাজ ক্রসিং → বিজয় সরণি → ফার্মগেট পথে চলবে। -
আসাদগেট ক্রসিং হয়ে ফার্মগেট অভিমুখী যানবাহন
ডানে না গিয়ে → বামে মোড় নিয়ে → গণভবন ক্রসিং → ডানে লেক রোড হয়ে যাবে।
৫. আগারগাঁও → শিশু মেলা : সৈয়দ মাহবুব মোর্শেদ সড়ক
-
মানিক মিয়া অ্যাভিনিউকে এড়িয়ে চলা যানবাহনের জন্য
আগারগাঁও থেকে শিশু মেলা পর্যন্ত সৈয়দ মাহবুব মোর্শেদ সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।
পার্কিংয়ের নির্দেশনা
৫ আগস্ট অনুষ্ঠানে যারা নিজস্ব বা ভাড়া করা যানবাহনে আসবেন,
তাদের জন্য আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে।
ডিএমপির বিশেষ অনুরোধ
জাতীয় সংসদ ভবন ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় দিনভর অনুষ্ঠানের কারণে
যানজট ও জনসমাগমের বিষয়টি মাথায় রেখে ডিএমপি নগরবাসীকে আগেভাগেই
এই অঞ্চল এড়িয়ে বিকল্প রুট ব্যবহারের অনুরোধ জানিয়েছে।
বিশেষ করে যারা নিয়মিত ধানমন্ডি, ফার্মগেট, মিরপুর রোড, আগারগাঁও, বিজয় সরণি, লেক রোড বা আশপাশের রাস্তায় চলাচল করেন, তাদেরকে ৫ আগস্ট সকাল ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত সচেতন থাকার অনুরোধ করা হয়েছে।
ডিএমপি জানায়, অনুষ্ঠানকালীন যেকোনো দুর্ভোগ এড়াতে পুলিশের পক্ষ থেকে ট্রাফিক সদস্যরা বিভিন্ন পয়েন্টে ডাইভারশন মেনে চলার নির্দেশনা দেবেন এবং চালকদের তা অনুসরণ করতে হবে।
গণআন্দোলনের ঐতিহাসিক দিন স্মরণে আয়োজিত অনুষ্ঠানটি দেশের ইতিহাস-সচেতন নাগরিকদের জন্য গর্বের মুহূর্ত। তবে সেই সাথে নাগরিক জীবনের গতিপথ যাতে বাধাগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতেই ডিএমপি আগাম পরিকল্পনার আওতায় পথনির্দেশ দিয়েছে। শহরজুড়ে যানজট কমাতে ও নিরাপত্তা রক্ষায় সবাইকে আন্তরিক সহযোগিতার আহ্বান জানিয়েছে পুলিশ প্রশাসন।
নগরবাসীর স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার জন্য এমন পূর্ব-সতর্কতা এবং স্পষ্ট নির্দেশনা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য।
বাংলাবার্তা/এমএইচ