
ছবি: সংগৃহীত
আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র, অপপ্রচার বা চক্রান্ত সফল হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “জনগণ যখন নির্বাচনের প্রতি আস্থা রাখে, তখন কোনো শক্তিই সেই প্রক্রিয়া ঠেকাতে পারে না। জনগণই গণতন্ত্রের মূল শক্তি।”
শনিবার (২৩ আগস্ট) দুপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) হিমাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রধান উপদেষ্টার ঘোষিত তারিখ অনুযায়ী নির্বাচন আয়োজনে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়েছে। নির্বাচনকেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে এবং ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবেন। তিনি আরও বলেন, “নির্বাচনের আগে এবং চলাকালীন সময় যেন কোনো ধরণের সহিংসতা বা আতঙ্ক সৃষ্টি না হয়, সে জন্য সরকার প্রতিটি পদক্ষেপ গ্রহণ করছে।”
সম্প্রতি কিছু থানায় লুট হওয়া অস্ত্র উদ্ধারে প্রশাসন সক্রিয় রয়েছে বলে জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্বাচনের আগে সব অস্ত্র উদ্ধার করা সম্ভব হবে। এ ছাড়া বিভিন্ন জায়গায় অভিযান জোরদার করা হয়েছে, যাতে অস্ত্র ব্যবহার করে কোনো অস্থিতিশীলতা সৃষ্টি করা না যায়।
সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বিজিবি ও অন্যান্য বাহিনীর টহল জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র বা অন্য কোনো অপতৎপরতার উপাদান দেশে প্রবেশের সুযোগ নেই। এ ধরনের কোনো প্রচেষ্টা হলে সঙ্গে সঙ্গে প্রতিহত করা হবে।
সাম্প্রতিক বাজার পরিস্থিতি নিয়েও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, টানা বৃষ্টির কারণে শাকসবজির দাম বেড়েছে, তবে আবহাওয়া স্বাভাবিক হলে বাজারও স্বাভাবিক হবে। আলুর বাজার পরিস্থিতি নিয়ে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, অতিরিক্ত উৎপাদনের কারণে দাম কমে গেছে, ফলে কৃষকরা ক্ষতির মুখে পড়েছেন। এ সমস্যা সমাধানে নীতিগত পদক্ষেপ নেওয়া হবে।
সম্প্রতি তিনি চাঁদাবাজদের ব্যাপারেও কড়া সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, দেশে কেউ চাঁদাবাজি করে টিকে থাকতে পারবে না। নির্বাচনের আগে যেসব অসাধু চক্র নাশকতার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সবশেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্বাচন গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যম। তাই গুজব বা অপপ্রচারে কান না দিয়ে সবাইকে নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।
বাংলাবার্তা/এমএইচ