
ছবি: সংগৃহীত
ঢালিউডের আলোচিত ও জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি বরাবরই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব। কাজের আপডেট, ব্যক্তিগত জীবন কিংবা হঠাৎ ঘটে যাওয়া কোনো মুহূর্ত—সবই তিনি শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে। ভক্তরাও অধীর আগ্রহে অপেক্ষা করেন প্রিয় নায়িকার প্রতিটি নতুন পোস্টের জন্য। সেই ধারাবাহিকতায় এবার ভিন্ন রূপে ধরা দিলেন পরী।
গতকাল নিজের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। সেখানে দেখা যায়, কালো বোরকা পরে দুই সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য ও সাফিরা সুলতানা প্রিয়মকে নিয়ে হাসপাতালে যাচ্ছেন এ তারকা। গাড়ির ভেতর সন্তানদের সঙ্গে আলাপচারিতার দৃশ্যও উঠে এসেছে ভিডিওতে।
পরীমনি নিজেই ভিডিওটির ক্যাপশনে লিখেছেন, ‘আজকে দুজনের ভ্যাকসিন ছিল। এটা হলো ছোটখাটো একটা যুদ্ধের মতো। আজকে আমার ছোট্ট টিয়া পাখিটা বেশি কান্না করে নাই। বড় জনকে দেখেন কি করে।’
গাড়িতে বসে মায়ের সঙ্গে রাজ্য ও প্রিয়মকে বেশ আনন্দিতভাবেই গল্প করতে দেখা যায়। তবে টিকা দেওয়ার সময় স্বাভাবিকভাবেই একটু অস্থিরতা ছিল তাদের মধ্যে। মা পরীমনি ধৈর্যের সঙ্গে সন্তানদের বোঝাতে থাকেন, সাহস জোগান। শেষ পর্যন্ত দুজনেই টিকা গ্রহণ করে।
ভিডিও প্রকাশের পর মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এটি। বিশেষ করে পরীমনির বোরকা পরা লুক ভক্তদের নজর কাড়তে দেরি করেনি। অনেকেই মন্তব্য করেছেন, এ রূপে তাকে দেখে মুগ্ধ হয়েছেন তারা। কেউ লিখেছেন, ‘মাশাআল্লাহ, পরীমনি আপু বোরকাতে ভীষণ সুন্দর লাগছে।’ অন্য এক অনুরাগীর ভাষায়, ‘খুব সুন্দর হয়েছে ভিডিওটা, দেখে ভালো লাগল, শুভকামনা রইল।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘হিজাব-নিকাবে আরও বেশি সুন্দর লাগছে, মাশাআল্লাহ।’
কাজের বাইরে বর্তমানে পুরোটা সময় পরিবার ও সন্তানদের ঘিরেই কাটাচ্ছেন পরীমনি। দুই সন্তানকে নিয়ে তার নানা মুহূর্ত ভক্তদের সঙ্গেও ভাগ করে নিচ্ছেন তিনি। সন্তানদের বেড়ে ওঠা, তাদের ছোট ছোট সাফল্য কিংবা পারিবারিক মুহূর্তগুলোও প্রায়ই সোশ্যালে শেয়ার করেন এ অভিনেত্রী।
ঢালিউডের অন্যতম আলোচিত এই নায়িকা মাঝে মধ্যেই ভিন্ন লুকে হাজির হয়ে আলোচনার জন্ম দেন। তবে এবার তার বোরকা পরিহিত সাজই সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওটিতে মা হিসেবে দায়িত্বশীল ও কোমল হৃদয়ের এক পরীমনিকে আবিষ্কার করেছেন তার অনুরাগীরা।
ভক্তদের অনেকে ভিডিওটি শেয়ার করে লিখেছেন, সন্তানদের প্রতি মমতা ও ভালোবাসার দিক থেকে পরীমনির এই দিকটা সত্যিই প্রশংসনীয়। আবার কেউ কেউ মন্তব্য করেছেন, সন্তানদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি পরীমনির এ ধরনের উপস্থিতি তাদের আরও বেশি অনুপ্রাণিত করছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়তার মাধ্যমে ভক্তদের সঙ্গে সংযুক্ত থাকাটা পরীমনির একটি বিশেষ বৈশিষ্ট্যে পরিণত হয়েছে। আর এ কারণেই তার প্রতিটি পদক্ষেপ দ্রুতই আলোচনার জন্ম দেয়। নতুন ভিডিওটি প্রমাণ করেছে, এখন কাজের পাশাপাশি একজন নিবেদিত মা হিসেবেও তিনি ভক্তদের ভালোবাসা কুড়াচ্ছেন সমানতালে।
বাংলাবার্তা/এমএইচ