
ছবি: সংগৃহীত
বাংলাদেশের বিনোদন জগতে আলোচনার শীর্ষে থাকেন সাদিয়া জাহান প্রভা। অভিনয়ের মাধ্যমে আলোচনায় এলেও সোশ্যাল মিডিয়ায় তার উপস্থিতি প্রায়শই তাকে নতুন করে বিতর্কে ফেলে। বিশেষ করে সম্প্রতি নিজের ভ্রমণের কিছু ছবি ও ভিডিও রিলসে শেয়ার করতেই নেটিজেনদের একাংশ তাকে ঘিরে নতুন প্রশ্ন তুলতে শুরু করে।
প্রভা তার ভ্রমণের নানা মুহূর্ত শেয়ার করলেও একদল দর্শক কেবল উপভোগ করেই ক্ষান্ত হয়নি। বরং তারা নানা কটাক্ষপূর্ণ মন্তব্য করতে থাকে। মন্তব্যের মধ্যে সবচেয়ে আলোচিত ছিল—
-
“আয়ের উৎস কী?”
-
“প্রভা কিভাবে এত জায়গায় ভ্রমণ করেন?”
এমন মন্তব্যে স্পষ্ট বোঝা যায়, তারকা জীবনের আড়ালে সাধারণ মানুষ প্রভা সম্পর্কে অনেক অজানা প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছে।
সাধারণত বিতর্ক বা গুজব নিয়ে চুপ থাকলেও এবার নীরব না থেকে সরাসরি উত্তর দিয়েছেন প্রভা। এক সাক্ষাৎকারে তিনি বলেন— “আমি এখন দেরিতে হলেও সোশ্যাল মিডিয়ার একটি পেজে সক্রিয় হয়েছি। সেখানেই আমার ভ্রমণের কিছু ভিডিও শেয়ার করি। আপনারা অনেকেই হয়তো আমার পারিবারিক বিষয় জানেন না। আমি তুলনামূলকভাবে ভাগ্যবান, কারণ আমার বাবা-মা দুজনই ওয়ার্কিং মানুষ।”
তিনি জানান, তার বাবা-মা শিক্ষিত এবং পেশাগতভাবে স্বচ্ছল। শৈশব থেকেই তারা তাকে নানা জায়গায় ভ্রমণে নিয়ে যেতেন। প্রভার ভাষায়— “আমার মা-বাবা আমাকে ছোটবেলা থেকেই অনেক ঘুরতে নিয়ে গেছেন। এটা আমার জন্য আল্লাহর রহমত। আমি এ জন্য কৃতজ্ঞ।”
নেটিজেনদের নেতিবাচক মন্তব্য নিয়ে হতাশ হলেও প্রভা সেটিকে স্বাভাবিকভাবে গ্রহণ করার চেষ্টা করেন। তিনি বলেন— “মানুষের ফ্রাস্ট্রেশন থেকেই এসব মন্তব্য আসে। কোনো অ্যাচিভমেন্ট বা কোনো সুন্দর কিছু দেখলে অনেকেই সেটা ইতিবাচকভাবে অ্যাপ্রিশিয়েট করতে পারে না।”
তার মতে, এই মানসিকতা শুধু বিনোদন অঙ্গনেই সীমাবদ্ধ নয়। অন্যান্য পেশাগত ক্ষেত্রেও একইভাবে মানুষের সাফল্য বা অর্জনকে খাটো করে দেখার প্রবণতা আছে।
মন্তব্যকারীদের উদ্দেশে প্রভা সাফ জানিয়ে দেন— “আমার বাবা-মায়ের পরিচয় ও তাদের সাপোর্ট আমি গর্বের সঙ্গে দেখাব। যাতে কেউ ভুল ধারণা না করে যে আমি অন্য কারও টাকায় ঘুরতে যাই।”
তিনি আরও যোগ করেন, নিজের জীবনের সাফল্য ও পারিবারিক সহযোগিতা কোনোভাবেই অন্যের দ্বারা প্রশ্নবিদ্ধ হওয়ার বিষয় নয়।
প্রভার বক্তব্যে স্পষ্ট যে, তিনি নিজের ভ্রমণ, জীবনধারা কিংবা অর্জনকে নিয়ে কটাক্ষকারীদের কোনো গুরুত্ব দিতে চান না। বরং তিনি চান, মানুষ ইতিবাচকভাবে অন্যের অর্জনকে মূল্যায়ন করুক। তবে তার মতো একজন জনপ্রিয় তারকার জীবন নিয়ে জনমনে কৌতূহল থাকবেই, আর সোশ্যাল মিডিয়ায় সেই কৌতূহল প্রায়ই পরিণত হবে সমালোচনায়।
বাংলাবার্তা/এমএইচ