
ছবি: সংগৃহীত
সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আবারও সাধারণ মানুষের জন্য ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করছে। স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের জন্য সারা বছর ধরেই পণ্য সরবরাহ কার্যক্রম চালিয়ে আসছে সংস্থাটি। তবে আজ রবিবার (১০ আগস্ট) থেকে শুরু হচ্ছে সাধারণ জনগণের জন্য ভ্রাম্যমাণ ট্রাকসেলের মাধ্যমে বিশেষ বিক্রয় কার্যক্রম, যা ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা ও মহানগরে চলবে নির্দিষ্ট সময় পর্যন্ত।
শনিবার (৯ আগস্ট) টিসিবির উপপরিচালক মো. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক সরকারি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকায় ৬০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ১০ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ৩০ দিন ধরে (শুক্রবার বাদে প্রতিদিন) ভর্তুকি মূল্যে ভোজ্য তেল, চিনি ও মশুর ডাল বিক্রি করবে টিসিবি। প্রতিটি ট্রাক থেকে প্রতিদিন প্রায় ৫০০ জন ক্রেতা পণ্য কিনতে পারবেন। একইভাবে চট্টগ্রাম মহানগরে ২৫টি, গাজীপুরে ৬টি, কুমিল্লায় ৩টি, ঢাকা জেলায় ৮টি, কুমিল্লা জেলায় ১২টি, ফরিদপুরে ৪টি, পটুয়াখালীতে ৫টি এবং বাগেরহাটে ৫টি ট্রাকের মাধ্যমে ১০ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত ১৯ দিন ধরে (শুক্রবার বাদে) একই ধরনের বিক্রয় কার্যক্রম চলবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, প্রতিটি ভ্রাম্যমাণ ট্রাকে দৈনিক সীমিত পরিমাণ পণ্য থাকবে এবং যে কেউ—অর্থাৎ ভোক্তারা পরিচয়পত্র ছাড়াই ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন। এতে সাধারণ মানুষের জন্য ভোজ্য তেল ২ লিটার ২৩০ টাকায়, চিনি ১ কেজি ৮০ টাকায় এবং মশুর ডাল ২ কেজি ১৪০ টাকায় বিক্রি করা হবে। দাম নির্ধারণে টিসিবি বাজারদর থেকে যথেষ্ট কম রেখে দিয়েছে, যাতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের নিত্যপণ্যের চাপ কিছুটা কমে।
এদিকে স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারের জন্য আগের প্যাকেজ মূল্য বহাল থাকবে। এই বিশেষ কার্ডধারীরা নির্ধারিত ডিলারের কাছ থেকে কার্ড দেখিয়ে আরও কম মূল্যে পণ্য পাবেন। প্রতিটি প্যাকেজে থাকছে ৫ কেজি চাল (প্রতি কেজি ৩০ টাকা দরে মোট ১৫০ টাকা), ২ লিটার সয়াবিন তেল (প্রতি লিটার ১০০ টাকা দরে মোট ২০০ টাকা), ২ কেজি মশুর ডাল (প্রতি কেজি ৬০ টাকা দরে মোট ১২০ টাকা) এবং ১ কেজি চিনি (৭০ টাকা)। এই চারটি পণ্য মিলিয়ে একটি প্যাকেজের মোট মূল্য হবে ৫৪০ টাকা।
টিসিবির এই কার্যক্রমের ফলে বিশেষ করে নগরীর শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষ উপকৃত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চলমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে ভর্তুকি মূল্যে নিত্যপণ্য সরবরাহের এই উদ্যোগ সাধারণ মানুষের জীবনযাত্রায় কিছুটা স্বস্তি এনে দেবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিটি ট্রাকে শৃঙ্খলা বজায় রাখতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন, যাতে ভিড়ের মধ্যে বিশৃঙ্খলা বা অতিরিক্ত ক্রয়ের চেষ্টা রোধ করা যায়।
উল্লেখ্য, টিসিবি ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলায় এ ধরনের ট্রাকসেল কার্যক্রম চালিয়ে আসছে, তবে এবার রাজধানী ও বড় শহরগুলোতে একযোগে কার্যক্রম শুরু করা হচ্ছে, যা নির্ধারিত সময় পর্যন্ত অব্যাহত থাকবে। সংস্থাটি বলছে, বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে এবং ভোক্তাদের ক্রয়ক্ষমতা রক্ষা করতে এই কর্মসূচি ধারাবাহিকভাবে চালু থাকবে।
বাংলাবার্তা/এমএইচ