
ছবি : সংগৃহীত
বিতর্কিত ইসকনের বাংলাদেশ শাখার বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভুর পাশে না থাকার ঘোষণা দিয়েছে। ইসকন বাংলাদেশ শাখা গতকাল সংবাদ সম্মেলন করে জানিয়েছে, চিন্ময় গত জুলাই মাসেই ইসকন থেকে বহিষ্কার হয়েছেন। তারা চিন্ময়ের কোনো বক্তব্য ও কোনো কার্যক্রমের দায় নেবে না। এমন অবস্থায় চিন্ময়ের পাশে থাকার ঘোষণা দিয়েছে মূল ইসকন।
ভারতীয় সংবাদমাধ্যম উইন জানাচ্ছে, বৃহস্পতিবার চিন্ময়কে নিয়ে মাইক্রো ব্লগিং সাইট এক্সে একটি পোস্ট করেছে ইসকন। এতে তারা বলেছে, ইসকন.আইএনসি শ্রী চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আছে। সব ভক্তের নিরাপত্তার জন্য আমরা ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করি।
এর আগে ইসকনের বাংলাদেশ শাখা বলেছিল, যেহেতু তাকে বহিষ্কার করা হয়েছে তাই তাদের পক্ষ হয়ে চিন্ময় দাসের কিছু বলার নেই। আর তার কোনো কর্মকাণ্ডের দায়ও ইসকন বাংলাদেশ শাখা নেবে না।
এর আগে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে গত মাসে চট্টগ্রামে একটি রাষ্ট্রদ্রোহের মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান (পরে বহিষ্কৃত)।
বাংলাবার্তা/এমআর