
ছবি সংগৃহীত
বিশ্বের অন্যতম শীর্ষ ব্যবসায়ী টেসলার সিইও ইলন মাস্ককে তুরস্কে টেসলা কারখানা তৈরি করতে আহ্বান জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। নিউইয়র্কে জাতিসংঘের এক বৈঠকে মাস্কের প্রতি এ আহ্বান জানান এরদোয়ান।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তাসংস্থা আনাদোলু এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন ইলন মাস্ক এবং এরদোয়ান।
সোমবার ক্যালিফোর্নিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে দেখা করার কথা রয়েছে মাস্কের। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) পোস্ট করেছেন যে, তারা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আলোচনা করবে।
আগস্টে ভারতে একটি কারখানা তৈরি করতে আগ্রহ প্রকাশ করেছে টেসলা যা কম খরচে বৈদ্যুতিক যান তৈরি করবে। এর আগে মে মাসে মাস্ক জানিয়েছিলেন যে, চলতি বছরের শেষ নাগাদ একটি নতুন কারখানার জন্য জায়গা খুঁজছেন তিনি।
আল জাজিরা জানায়, আলোচনায় নিজেকে মুক্ত বাক নিরঙ্কুশবাদী হিসাবে বর্ণনা করেন মাস্ক। এ সময় তুরস্কে বিনিয়োগের ক্ষেত্রে তুর্কি সরকারের কিছু নিয়ম-কানুনের সাথে একমত প্রকাশ করেন তিনি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর তুরস্কের আদালতের কিছু আদেশে আপত্তি জানান মাস্ক।
এদিকে এ বিষয়ে টেসলা ও তুর্কি দূতাবাসের সাথে যোগাযোগ করা হলেও কোন মন্তব্য করেনি তারা বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।