
ছবি সংগৃহীত
ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন না চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ফলে স্বাভাবিকতই শি এর দেখা পাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর তাই শি না আসার খবরে হতাশা প্রকাশ করেছেন বাইডেন।
সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা বিবিসি নিউজ।
আগামী ৯ এবং ১০ সেপ্টেম্বর ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হবে জি-২০ সদস্য দেশগুলোর এই শীর্ষ সম্মেলন । সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন থেকে শুরু করে সদস্য, পর্যবেক্ষক ও আমন্ত্রিত দেশের শীর্ষনেতারা উপস্থিত হবেন।
তবে সম্প্রতি চীন জানায় যে, এই সপ্তাহে দিল্লিতে শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট শি জিনপিং এর বদলে চীনের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী লি কিয়াং।
তবে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ না দেওয়ার খবরে রোববার হতাশা প্রকাশ করেছেন জো বাইডেন। সাংবাদিকদের তিনি বলেন, "আমি হতাশ, তবে আমি তাকে দেখতেই সেখানে যাচ্ছি।“
বাইডেন আরও বলেন, ‘শীঘ্রই তার সাথে আমার দেখা হচ্ছে।‘ তবে সেই বৈঠক কখন হতে পারে তা বলেননি।
গত বছর ইন্দোনেশিয়ায় জি-টোয়েন্টি সম্মেলনে শেষবার দেখা হয়েছিল দুই নেতার।
এদিকে সোমবারের প্রেস ব্রিফিংয়ে স্পষ্টভাবে জিজ্ঞাসা করা হলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লি সম্মেলনে প্রেসিডেন্ট শির উপস্থিতির বিষয়টি নিশ্চিত বা অস্বীকার করেনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ব্রিফিং এ জানান, " প্রধানমন্ত্রী লি কিয়াং সম্মেলনে প্রতিনিধিদের নেতৃত্ব দেবেন। এটি একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক আন্তর্জাতিক ফোরাম। চীন সবসময় এটিকে গুরুত্ব দিয়েছে এবং সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে।"
সম্প্রতি চীন ও ভারতের মধ্যে সম্পর্কের অবনতির মধ্যেই এই খবর এলো। মাত্র গত সপ্তাহেই, বেইজিং একটি মানচিত্র প্রকাশ করার পরে ভারত প্রতিবাদ করেছিল যেখানে অরুণাচল প্রদেশ এবং আকসাই চিন মালভূমিকে চীনা অঞ্চল বলে দাবি করা হয়েছে।