
ছবি: সংগৃহীত
ভারত ও পাকিস্তানের মধ্যে চলা সীমান্ত সংঘাতের পর গত সপ্তাহে আইপিএলের বাকি অংশের আয়োজন স্থগিত হয়ে গিয়েছিল। তবে গত শনিবার বিকালে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির পর ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) দ্রুত আইপিএল টুর্নামেন্টের বাকি অংশ মাঠে ফেরানোর প্রস্তুতি নিয়েছে। বিসিসিআই সূত্রে জানা গেছে, ১৬ মে থেকে আইপিএল ফিরবে এবং টুর্নামেন্টের শেষ ১৬টি ম্যাচ তিনটি নির্ধারিত ভেন্যুতে অনুষ্ঠিত হবে, এগুলো হলো চেন্নাই, বেঙ্গালুরু এবং হায়দরাবাদ। ফাইনালটি ৩০ মে হওয়ার পরিকল্পনা রয়েছে।
আইপিএলের নতুন সূচি এখন পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে পাঠানো হয়েছে। দলের কর্মকর্তারা তাদের মতামত জানানোর পর আনুষ্ঠানিকভাবে সূচিটি ঘোষণা করা হবে। ইতোমধ্যে সকল ফ্র্যাঞ্চাইজিগুলোকেই তাদের খেলোয়াড়দের ১৩ মে’র মধ্যে নির্ধারিত ভেন্যুতে রিপোর্ট করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে, বিদেশি খেলোয়াড় এবং কোচিং স্টাফদের ভারতে ফিরে আসার জন্য প্রস্তুতি শুরু করেছে বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি। যদিও, টুর্নামেন্ট যদি ২৫ মে’র পর পর্যন্ত চলে, তবে তাদের ফেরার জন্য কোনো নিশ্চয়তা থাকবে না।
আইপিএলের বিদেশি খেলোয়াড়দের ফিরে আসার অনিশ্চয়তার মূল কারণ হলো তাদের দ্বি-পাক্ষিক সিরিজের কমিটমেন্ট, যার মধ্যে রয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, যা ১১ জুন লর্ডসে শুরু হবে। আইপিএল কর্তৃপক্ষের মতে, মে মাসের মধ্যে টুর্নামেন্ট মাঠে ফেরাতে পারলে বিদেশি খেলোয়াড়দের ফিরে আসার সম্ভাবনা থাকবে, তবে পরবর্তী সময়ে আন্তর্জাতিক সিরিজের কারণে অনেকের ফিরে আসা অনিশ্চিত।
এখন পর্যন্ত আইপিএলে মোট ৫৭টি ম্যাচ সম্পন্ন হয়েছে, এবং ৫৮তম ম্যাচটি পাঞ্জাব ও দিল্লির মধ্যে হওয়ার কথা ছিল ৮ মে। কিন্তু নিরাপত্তা শঙ্কার কারণে প্রথম ইনিংসের ১০.১ ওভার খেলা হওয়ার পর ম্যাচটি বাতিল করা হয়। এখনো আইপিএল কর্তৃপক্ষ ওই ম্যাচটি পুনরায় আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেনি।
বিসিসিআইয়ের নতুন সূচি অনুযায়ী, আইপিএলের পরবর্তী ম্যাচগুলো ১৬ মে থেকে শুরু হয়ে ৩০ মে পর্যন্ত চলবে, যেখানে প্রতিটি ম্যাচে তিনটি ভেন্যুতে ভক্তরা আসবেন এবং টুর্নামেন্ট পুনরায় স্বাভাবিকভাবে চলবে।
বাংলাবার্তা/এমএইচ