
ছবি: সংগৃহীত
দেশের মাঠ প্রশাসনে আবারও পরিবর্তন আনল সরকার। সোমবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ৬টি জেলার জেলা প্রশাসক (ডিসি) পরিবর্তন করে নতুন কর্মকর্তাদের দায়িত্ব দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
কোন জেলায় নতুন ডিসি
পটুয়াখালী, কুষ্টিয়া, কুড়িগ্রাম, মেহেরপুর, নেত্রকোণা ও খুলনা—এই ছয় জেলায় জেলা প্রশাসক পদে নতুন নিয়োগ হলো। এসব পরিবর্তনকে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ও কার্যক্রমের সমন্বয় জোরদারের অংশ হিসেবে দেখা হচ্ছে।
যাঁরা দায়িত্বে এলেন
-
ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, উপসচিব (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়) → পটুয়াখালী।
-
আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, বর্তমান ডিসি (পটুয়াখালী) → কুষ্টিয়া।
-
সিফাত মেহনাজ, বর্তমান ডিসি (মেহেরপুর) → কুড়িগ্রাম।
-
ড. মোহাম্মদ আবদুল ছালাম, উপসচিব (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) → মেহেরপুর।
-
মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান, জোনাল সেটেলমেন্ট অফিসার (ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর) → নেত্রকোণা।
-
মো. তৌফিকুর রহমান, বর্তমান ডিসি (কুষ্টিয়া) → খুলনা।
দায়িত্বের পরিধি
জেলা প্রশাসকরা স্থানীয় প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তা। সরকারের নীতি বাস্তবায়ন, জেলা পর্যায়ে উন্নয়ন কার্যক্রম তদারকি, ভূমি প্রশাসন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ প্রায় সবক্ষেত্রে তাঁদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
এছাড়া দুর্যোগকালীন সময়ে জেলা প্রশাসকরা জেলা পর্যায়ে ত্রাণ কার্যক্রম ও উদ্ধার অভিযান পরিচালনা করেন। তাই একজন দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা মাঠ পর্যায়ে নিযুক্ত হওয়া জেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলে।
প্রশাসনিক রদবদলের তাৎপর্য
প্রশাসন সংশ্লিষ্টরা মনে করেন, সরকারের এ ধরনের পদক্ষেপ কর্মকর্তাদের অভিজ্ঞতাকে নতুনভাবে কাজে লাগানোর সুযোগ তৈরি করে। পাশাপাশি স্থানীয় জনগণের প্রত্যাশা পূরণেও এ ধরনের পরিবর্তন ইতিবাচক ভূমিকা রাখে।
বাংলাবার্তা/এমএইচও