ডা. রকিবুল ইসলাম রকিব ও তার টিম।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ব্রেইনের একটি জটিল অপারেশন সফলতার সঙ্গে সম্পন্ন করেছেন নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক রকিবুল ইসলাম ও তার টিম।
শনিবার (১০ নভেম্বর) নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে এ বিষয়টি জানিয়েছেন টিম লিডার ডা. রকিবুল ইসলাম রকিব।
অভিজ্ঞ ও অসাধারণ মেধাসম্পন্ন এ চিকিৎসকের স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো:
ডা. রকিব লিখেছেন, ‘আগে ৪ বার ব্রেইন টিউমার অপারেশন হয়েছে, এবার টিউমার এতটাই বড় হয়েছে যে আগের ২টিম বলে দিয়েছে অপারেশন করতে পারবে না।
কাল (৯ নভেম্বর) দুপুর ৩.৩০ এ আমার টিম নিয়ে অপারেশন শুরু করি। টিউমারের কারণে বাম চোখের দৃষ্টিশক্তি আগেই গেছে, টিউমার ও চোখ বাইরে চলে আসছে। ফলে বাম চোখ ফেলে দিতে হলো। চোখের সামনের এই গ্যাপ পা থেকে Free Flap দিয়ে পূর্ণ করার এই গুরুদায়িত্ব নেয় বিশিষ্ট প্লাস্টিক সার্জন বন্ধুবর Obaidul Islam Sabuj ও তার টিম।
অবশেষে ভোর ৫টায় সফলভাবে ওটি শেষ করতে পারি (আলহামদুলিল্লাহ)
রোগীর কষ্ট দেখে এ অপারেশন এ রাজি হই, আপনারা সবাই দোয়া করবেন যেন মহান আল্লাহ রোগীকে এবার এই রোগ থেকে মুক্তি দেন।
সাড়ে ১৩ ঘণ্টার দীর্ঘ অপারেশন শেষে সাথে সাথে রোগীর স্বাভাবিক জ্ঞান ফিরে আসে যে জাদুকরের নিউরোএনেসথেসিয়ার কারণে তিনি হলেন আমাদের গুরু Dr Imrul Kayes (Anesthetist, BSMMU)।
প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাক্টিভ সার্জারি টিম
1. Dr Obaidul Islam Sabuj (Asst. Prof. Sheikh Hasina National Burn Institute)
2. Dr Shahin (Asst. Prof. Sheikh Hasina National Burn Institute)
নিউরোসার্জারি টিম
1. Dr Rokib
2. Dr Shahreor Mimo (Asst Professor, DMCH)
3. Dr Rajon (Resident, BSMMU)
4. Dr Mahbub Amil (Resident, BSMMU)