
ছবি: সংগৃহীত
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক জায়েদ খান আবারও আলোচনায়—তবে এবার সিনেমা নয়, ব্যক্তিগত জীবনকে ঘিরেই ঘুরপাক খাচ্ছে গুঞ্জন। সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া গুঞ্জনে দাবি করা হয়েছে, তিনি নাকি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসের পাশাপাশি গোপনে বিয়েও করেছেন এবং নতুন সংসারও শুরু করেছেন। তবে এই গুঞ্জনের সবটাই “ভিত্তিহীন ও মিথ্যা” বলে জানিয়েছেন জায়েদ নিজেই।
বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে অবস্থান করছেন জায়েদ খান। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের আগেই তিনি দেশ ছাড়েন এবং এখন ব্যস্ত রয়েছেন বিভিন্ন আন্তর্জাতিক শো, প্রজেক্ট এবং উপস্থাপনার কাজে। তবে তার অনুপস্থিতিতেই নেট দুনিয়ায় শুরু হয় আলোচনা—মার্কিন মুলুকে তিনি নাকি গোপনে একজন মার্কিন নাগরিককে বিয়ে করেছেন, যিনি মিডিয়া জগতের সঙ্গেও সম্পৃক্ত। অনেকে এমনকি দাবি করছেন, তিনি বর্তমানে হানিমুনে রয়েছেন, যদিও এসব দাবির পক্ষে কেউ কোনো স্পষ্ট প্রমাণ দিতে পারেননি।
এই গুজব ছড়িয়ে পড়ার পর তার অসংখ্য ভক্ত ও অনুসারীদের মধ্যে কৌতূহল আরও বাড়ে। অনেকে মনে করেন, এ বিষয়ে পরিষ্কার বক্তব্য আসা প্রয়োজন। শেষমেশ সেই কাজটিই করলেন জায়েদ খান। নিউইয়র্ক থেকে গণমাধ্যমকে দেওয়া এক ভার্চুয়াল সাক্ষাৎকারে তিনি বলেন,
“মানুষ তো সবসময় কিছু না কিছু নিয়ে মজা করতেই চায়। তাই আমাকে নিয়েও এসব গুজব রটানো হয়েছে। আমি নিউইয়র্কেই আছি, ব্যস্ত সময় কাটাচ্ছি। বেশ কয়েকটি নতুন প্রজেক্টের কাজ করছি। নিজেকে সময় দিচ্ছি। এই সময়টা নিজের জন্যই রেখেছি। খুব শিগগিরই আমার নতুন কাজগুলো দেখতে পাবেন সবাই।”
বিয়ে সংক্রান্ত গুঞ্জন প্রসঙ্গে তিনি আরও বলেন, “বিয়ে করিনি। আর কবে করবো, সেটাও এখনও চূড়ান্ত করিনি। যেহেতু আমি এখন নিউইয়র্কে স্থায়ীভাবে থাকছি, তাই আপাতত বিয়ের কথা ভাবছিও না। কে বা কারা এইসব খবর রটায়, সেটাই আমি বুঝতে পারি না।”
উল্লেখ্য, জায়েদ খান যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও থেমে নেই তার পেশাগত কর্মকাণ্ড। যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, দুবাইসহ বিশ্বের বিভিন্ন দেশে আয়োজিত বাংলা সাংস্কৃতিক শো ও চলচ্চিত্র উৎসবে তিনি নিয়মিত অংশ নিচ্ছেন। পাশাপাশি নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সাপ্তাহিক সংবাদপত্র ‘ঠিকানা’-তে বিভিন্ন সময় তারকাদের নিয়ে টেলিভিশন টকশো উপস্থাপনাও করছেন তিনি।
চলচ্চিত্র নিয়ে কাজ করতেও তিনি পিছিয়ে নেই। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত তার সিনেমা ‘সোনার চর’, যা গত বছরের শুরুতে প্রেক্ষাগৃহে আসে। ছবিটি পরিচালনা করেছেন জাহিদ হোসেন এবং এতে জায়েদ খানের পাশাপাশি অভিনয় করেছেন বাংলা চলচ্চিত্রের বরেণ্য তারকারা—মৌসুমী, ওমর সানী, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন ও পাপিয়া মাহি।
চলচ্চিত্রে অভিনয়, টকশো উপস্থাপনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্মেন্স—এই তিনটিকেই সমান্তরালভাবে চালিয়ে নিচ্ছেন জায়েদ। তবে ব্যক্তি জীবনের গোপনতা নিয়ে যখন গুঞ্জনের ঝড় উঠে, তখন স্পষ্টভাবে নিজের অবস্থান জানান দেওয়াটা ছিল সময়ের দাবি। তিনি যেভাবে দ্ব্যর্থহীন ভাষায় গুজব উড়িয়ে দিয়েছেন, তা তার দায়িত্বশীলতারই প্রতিফলন।
বর্তমানে ভক্তদের আশা, নিউইয়র্ক থেকে শুরু হওয়া এই নতুন অধ্যায়ে তিনি চলচ্চিত্র ও মিডিয়া জগতে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। তবে ব্যক্তিজীবন নিয়ে গুজব ছড়ানোর প্রবণতা নিয়েও তার ভক্তরা সোচ্চার হয়েছেন—তাদের মতে, সেলিব্রেটিদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করা উচিত, বিশেষ করে যদি তা ভিত্তিহীন হয়।
শেষ কথায় জায়েদ খান বলেছেন, “আমি চাই না, এসব গুজবে মানুষ বিভ্রান্ত হোক। কাজের মধ্যেই আমি থাকতে চাই। কে কখন বিয়ে করবে সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। সেই সময় আসলে সবাই জানতে পারবে। ততদিন সবাইকে অনুরোধ করবো, গুজবে কান না দিয়ে আমার কাজগুলো দেখুন।”
বাংলাবার্তা/এমএইচ