
ছবি : সংগৃহীত
গাজীপুরে গত শুক্রবার ২টি রেলের সংঘর্ষের পর থেকে রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গে চলাচলকারী সব ধরণের ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। এতে এর রুটের যাত্রীরা পড়েছে ভোগান্তিতে।
শনিবার (০৪ মে) দুপুর ২টা পর্যন্ত ট্রেন দুইটির উদ্ধার কাজ চলছিল। সকাল থেকে এখন পর্যন্ত কোনো ট্রেন ছেড়ে যায়নি।
জয়দেবপুর জংশনে শনিবার থেকে বিভিন্ন জেলার যাত্রীরা গন্তব্যে যাওয়ার জন্য ট্রেনের অপেক্ষা করতে দেখা গেছে।
স্টেশন মাস্টার মোঃ হানিফ আলী জানান, দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর থেকে পাশের লাইনে ট্রেন চলাচল শুরু করলেও পুরোপুরি স্বাভাবিক হয়নি। এক লাইনে ট্রেন চলাচল করতে গিয়ে রেশনিং পদ্ধতিতে ট্রেন চালানো হচ্ছে। পার্শ্ববর্তী ধীরাশ্রম স্টেশন এবং জয়দেবপুর জংশনে ট্রেন অপেক্ষায় রেখে একটি একটি করে ট্রেন দুই দিকে চলতে দেয়া হচ্ছে এতে করে কোন ট্রেনেরই শিডিউল ঠিক থাকছে না।
বাংলাবার্তা/এআর