
ছবি: সংগৃহীত
দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তির অপেক্ষায় আছে জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত নতুন চলচ্চিত্র ‘জয়া আর শারমিন’। পাঁচ বছর আগে শুটিং শেষ হওয়া এই ছবিটি অবশেষে বড় পর্দায় আসছে—এমনটাই নিশ্চিত করেছেন জয়া নিজেই।
রোববার রাতে বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম দ্য ডেইলি স্টার-এর সঙ্গে টেলিফোনে কথা বলার সময় জয়া আহসান বলেন, “অনেক দিন পর সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। এটা খুব স্পেশাল একটা প্রজেক্ট আমার জন্য। পাঁচ বছর আগে আমরা এর শুটিং করেছিলাম। তখন কেউ ভাবেনি যে মুক্তি পেতে এত সময় লেগে যাবে। কিন্তু এখন যখন ছবিটি বড় পর্দায় আসছে, সেটা নিয়ে আমি রোমাঞ্চিত।”
সিনেমাটি পরিচালনা করেছেন পিপলু আর খান, যিনি এর আগে ডকুফিকশন ঘরানার কাজ করে প্রশংসিত হয়েছেন। ‘জয়া আর শারমিন’ তার একেবারে আলাদা রকম এক চিত্রনাট্যভিত্তিক চলচ্চিত্র যেখানে নারী সম্পর্ক, আত্মোপলব্ধি এবং সামাজিক নিঃসঙ্গতা গভীরভাবে উঠে এসেছে।
ছবির কাহিনিকে কেন্দ্র করে দুটি ভিন্ন ধরণের নারী চরিত্র—জয়া ও শারমিন। এ দুটি চরিত্রেই অভিনয় করেছেন জয়া আহসান নিজেই, অর্থাৎ দ্বৈত চরিত্রে তাকে দেখা যাবে এই সিনেমায়। গল্পে দেখা যায়, কোভিড মহামারির সময় দুই নারী এক বাড়িতে আটকা পড়ে যায়। সেই অচেনা পরিবেশে ধীরে ধীরে গড়ে ওঠে এক সম্পর্কের জটিল আবয়ব, যে সম্পর্ক বন্ধুত্বেরও হয় না আবার স্রেফ সহাবস্থানেরও নয়। বরং সময়ের ভারে তারা নিজের ভেতরে নিজেকে খুঁজে পেতে থাকে।
এই প্রসঙ্গে জয়া বলেন, “এটা কেবলমাত্র দুই নারীর গল্প নয়, বরং দুটি ভিন্ন সত্তার নিজস্ব এক জগৎ তৈরির প্রচেষ্টা। কোভিডকালে আমরা সবাই এক ধরণের বন্দিত্বে ছিলাম—এই সিনেমায় সেই মানসিক অভিজ্ঞতার প্রতিফলন ঘটেছে।”
জয়া আরও যোগ করেন, “এটা এমন একটি সিনেমা, যা শুধু গল্প শোনাবে না, বরং দর্শকের মনে কিছু প্রশ্নের জন্ম দেবে। সম্পর্ক, নিঃসঙ্গতা, সময় ও সমাজ—সব মিলিয়ে এটি একটি মানসিক আলোড়ন তোলা অভিজ্ঞতা হবে।”
চলচ্চিত্রটিতে জয়ার পাশাপাশি অভিনয় করেছেন মহসিনা আক্তার ও তটিনী। ছবির সম্পাদনা, আবহসংগীত এবং ক্যামেরার কাজও গল্পের আবহের সঙ্গে মিলে এক ধরণের স্থির ও গভীর আবেগময় অভিজ্ঞতা তৈরির চেষ্টা করেছে বলে জানিয়েছেন নির্মাতা।
সিনেমাটির মুক্তির সুনির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা না হলেও, নির্মাতা ও প্রযোজনা সূত্রে জানা গেছে, এটি আগামী মাসেই প্রেক্ষাগৃহে আসতে পারে। ইতোমধ্যে সিনেমার পোস্ট-প্রোডাকশন ও সেন্সর ছাড়পত্রের কাজ শেষ হয়েছে।
এই মুহূর্তে জয়া আহসানের ঝুলিতে রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ কাজ। সম্প্রতি মুক্তি পেয়েছে আশফাক নিপুণ পরিচালিত ওয়েব সিরিজ ‘জিম্মি’, যেখানে তার অভিনয় বেশ প্রশংসা পেয়েছে দর্শক ও সমালোচকদের কাছে।
‘জয়া আর শারমিন’ সেই জয়া আহসানের কাজগুলোর একটি, যা তার অভিনয়ের নতুন দিগন্ত খুলে দিতে পারে। বিষয়বস্তু ও নির্মাণশৈলীর দিক দিয়ে সিনেমাটি হতে পারে সমসাময়িক বাংলা সিনেমার এক ব্যতিক্রমী সংযোজন।
বাংলাবার্তা/এমএইচ