
ছবি : সংগৃহীত
দেশে বইছে তীব্র গরম, এই অবস্থায় বাজারে বেড়েছে খাবার ওরস্যালাইনের চাহিদা। এই সুযোগে এক শ্রেণির অসাধুচক্র কারখানা স্থাপন করে নকল ওরস্যালাইন উৎপাদন করে আসছিল।
এমন অভিযোগের ভিত্তিতে রাজধানীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ওরস্যালাইন ও তৈরির সরঞ্জামাদিসহ ৩ প্রতারককে জন গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) মতিঝিল বিভাগ।
শনিবার (৪ মে) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেন।
এ বিষয়ে শনিবার (৪ মে) দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে তিনি।
বাংলাবার্তা/এআর