
সংগৃহীত ছবি
বলিউডের খ্যাতিমান তারকা রণবীর কাপুর ও রাশমিকা মান্দানা অভিনীত ‘অ্যানিমেল’ সিনেমাটি (১ ডিসেম্বর) বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে। বাংলাদেশে আজ বৃস্পতিবার (৭ ডিসেম্বর) থেকে ৪৮টি প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে।
চলতি মাসের ১ ডিসেম্বর বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশে মুক্তির কথা থাকলেও তা পিছিয়ে যায়। ধারাবাহিক সব প্রক্রিয়া শেষ করে আজ বৃহস্পতিবার দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আমদানিকারক প্রতিষ্ঠান কিবরিয়া ফিল্মসের কর্ণধার গোলাম মোহাম্মদ কিবরিয়া লিপু।
জানা গেছে, রাজধানীর স্টার সিনেপ্লেক্সসহ ৪৮ প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে ‘অ্যানিমেল’।
নির্মাতা অনন্য মামুন বলেন, বর্তমানে ৪৮টি হলে ‘অ্যানিমেল’ মুক্তি দেয়া হয়েছে। সামনে সেটা আরও বাড়তে পারে।
সিনেমাটি চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনাকর্তনে ছাড়পত্র পায়। তবে মুক্তিপ্রাপ্ত হলের বেশির ভাগই সিঙ্গেল স্ক্রিন, বাকিগুলো মাল্টিপ্লেক্স।
অ্যানিমেল’ ছাড়াও এর আগে সাফটা চুক্তির আওতায় অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট বাংলাদেশে আমদানি করেছে ‘পাঠান’, ‘জওয়ান’, ‘কিসি কা ভাই কিসি কা জান’ সিনেমা।
উল্লেখ্য, এ সিনেমায় রণবীর ও রাশমিকা দম্পতি হিসেবে অভিনয় করেছেন। অনিল কাপুর রণবীরের বাবার ভূমিকায় অভিনয় করেছেন এবং ববি দেওলকে মুভিতে প্রধান খলনায়ক হিসেবে দেখা গেছে। হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় ও মালয়ালম–এই পাঁচটি ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি।