
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেকের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে কানাডা প্রবাসী তরুণ মিডফিল্ডার শমিত সোম। এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে আগামী ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচেই মাঠে নামতে পারেন এই প্রতিশ্রুতিশীল ফুটবলার। এই ম্যাচটি শুধু তার আন্তর্জাতিক ক্যারিয়ারের সূচনা নয়, বরং বাংলাদেশ ফুটবলে প্রবাসী প্রতিভার নতুন অধ্যায়ের সূচনাও বটে।
কানাডায় জন্ম ও বেড়ে ওঠা শমিত, দীর্ঘদিন ধরে পেশাদার ফুটবলের সঙ্গে যুক্ত। তার আগ্রহ ছিল বাংলাদেশ জাতীয় দলের প্রতিনিধিত্ব করার, কিন্তু সেই স্বপ্ন বাস্তব করতে প্রয়োজন ছিল একাধিক প্রশাসনিক ও আইনি প্রক্রিয়ার সফল সমাপ্তি।
সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল নাগরিকত্ব ও ফিফার ছাড়পত্র। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) তৎপরতায় দ্রুত সময়ে বাংলাদেশি পাসপোর্ট হাতে পান শমিত। আর আন্তর্জাতিক ফুটবলে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে হলে ফিফার অনুমোদন প্রয়োজন হয়, যেটি গত মঙ্গলবার (৬ মে) এসে গেছে।
নিজের অভিষেকের অপেক্ষায় থাকা শমিত শুক্রবার বাফুফের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও বার্তায় বাংলাদেশের ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানান। তার কণ্ঠে ছিল আবেগ, সম্মান এবং দায়িত্ববোধের ছাপ।
তিনি বলেন,
“আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে আমি মুখিয়ে আছি। এটা আমার জন্য দারুণ এক সম্মানের ব্যাপার। যারা আমাকে সমর্থন করেছেন, সাহস দিয়েছেন—তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”
এই ভিডিওবার্তায় শমিত বিশেষভাবে স্মরণ করেন তাদের, যারা তার এই যাত্রাকে সহজতর করেছে। তিনি বলেন,
“ধন্যবাদ সেইসব মানুষকে, যারা এই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে সহযোগিতা করেছেন এবং বাংলাদেশের হয়ে খেলাকে সম্ভব করেছেন। আমি খুবই কৃতজ্ঞ।”
এই ম্যাচে ইংল্যান্ডের চ্যাম্পিয়নশিপ লিগে খেলা হামজা চৌধুরীও প্রথমবারের মতো ঘরের মাঠে বাংলাদেশের হয়ে খেলবেন। শমিত-হামজা দুইজনই প্রথমবার দেশের মাঠে জাতীয় দলের জার্সি গায়ে চাপাবেন, যা বাংলাদেশের ফুটবল ইতিহাসে এক বিশেষ মুহূর্ত হয়ে থাকবে।
বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের জন্য এটি এক গর্বের উপলক্ষ, কারণ তারা দেখতে পাবেন—বিদেশে বেড়ে ওঠা সন্তানরাও দেশের পতাকাকে শ্রদ্ধা জানিয়ে মাঠে নেমেছে।
শুধু এই ম্যাচ নয়, শমিতের আগমন বাংলাদেশের মিডফিল্ডকে একটি নতুন মাত্রা দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তার গেম রিডিং, পাসিং অ্যাকিউরেসি এবং শারীরিক সামর্থ্য ইউরোপিয়ান মানের কাছাকাছি।
এখন সবার চোখ ১০ জুনের দিকে—যেদিন ঢাকার মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে এক গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ খেলবে। এই ম্যাচ দিয়েই প্রবাসী তারকা শমিত সোমের আন্তর্জাতিক ফুটবল জীবনের সূচনা হতে যাচ্ছে।
তার আগেই শমিত তার ভক্তদের উদ্দেশে একটি শক্তিশালী বার্তা দিয়ে জানিয়ে দিলেন—তিনি শুধু মাঠে খেলার জন্য আসেননি, তিনি এসেছেন হৃদয় দিয়ে দেশের প্রতিনিধিত্ব করতে।
বাংলাবার্তা/এমএইচ