
ছবি সংগৃহীত
এক বক্সিং ম্যাচে অতিথি হিসেবে সৌদি আরবের রিয়াদ গিয়েছিলেন সালমান খান। টাইসন ফিউরি ও ফ্র্যান্সিস এনগানুর বক্সিং ম্যাচে তোলা ছবিতে সালমানের ঠিক পাশেই বসে থাকতে দেখা গেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রেমিকা স্প্যানিশ মডেল জর্জিনা রদ্রিগেজকে। তার পাশেই ছিলেন রোনালদো। দুজনের পাশাপাশি বসে খেলা দেখার একটি ভিডিও এখন তুমুল আলোচনায়।
দুই জগতের দুই সুপারস্টার একফ্রেমে, যা উভয়ের ভক্তদের জন্যই দারুণ ব্যাপার ছিল। তবে এরপরই নতুন আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যালে যা সালমান ভক্তদের একেবারে বেকায়দায় ফেলেছে।
ভিডিওতে দেখা যায়, খেলা শেষে প্রেমিকা জর্জিনার হাত ধরে দাঁড়িয়ে রয়েছে রোনালদো। পাশেই বক্সিং ম্যাচের অন্যান্য অংশগ্রহণকারীদের সাথে দাঁড়ানো সালমান খান। তবে সালমানকে কোনোরকম পাত্তা না দিয়ে জর্জিনার হাত ধরে ভীড় ঠেলে সামনে এগিয়ে যাচ্ছেন রোনালদো। উপস্থিত অনেকের সঙ্গেই হাত মিলিয়ে শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে রোনালদোকে। সালমানকে আর দেখা যায়নি ভিডিওটিতে।
ভিডিওটি জনপ্রিয় রেডিট পেজ ‘বলি ব্লাইন্ডস এন্ড গসিপ’ থেকে পোস্ট করা হয়েছে যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। রেডিটের একই পেজ সালমান ও ভিকি কৌশলের ভিডিওটিও শেয়ার করেছে যা নিয়ে বেশ বিতর্কের সৃষ্টি হয়েছিল। চলতি বছর একটি অ্যাওয়ার্ড ইভেন্টে আবুধাবিতে ভিকি কৌশলকে একপাশে ঠেলে দিয়েছিলেন সালমানের দেহরক্ষী।
সেই ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে তীব্র নিন্দার ঝড় ওঠে। অনেকেই অভিযোগ করেন, ক্যাটরিনাকে বিয়ে করার কারণেই ভিকির সঙ্গে এমন আচরণ করেছেন সালমান। অবশ্য পরেরদিন ভিকি কৌশলের সঙ্গে কুশল বিনিময় করে বিষয়টি স্বাভাবিক করেন সালমান খান।
এদিকে সালমানকে এড়িয়ে যাওয়া রোনালদোর এই আচরণকে সালমানের সঙ্গেই তুলনা করছেন নেটিজেনরা। অনেকের দাবি, সালমান ভিকি কৌশলের সঙ্গে যা করেছে, রোনালদো একই দৃশ্যের পুনরাবৃত্তি করেছেন সালমান খানের সঙ্গে। কেউ কেউ বলছেন, সমুদ্রে বড় মাছের সঙ্গে ছোট মাছ থাকেই। কেউ বা বিদ্রুপের সুরে প্রশ্ন করছেন, রোনালদো সালমান খানকে চেনেন তো?