
ছবি সংগৃহীত
সালমান খান শাহরুখ খানের বন্ধুত্বের সম্পর্কের কথা সবারই জানান। মাঝে যখন তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়, সেসব নিয়ে কম চর্চা হয়নি সোশ্যালে। সব ভুলে তারা আবার এক হন। একে অন্যকে সাপোর্ট করেন এমনকি ছবির প্রচারণাও করেন।
শাহরুখের মুক্তি পাওয়া সর্বশেষ দুই সিনেমা ‘পাঠান’ ও ‘জওয়ান’ মুক্তির সময় বন্ধুর হয়ে প্রচারণা করেন সালমান খান। সালমান ভক্তদের আহবান জানান সিনেমা দেখার।
এদিকে সোমবার দুপুরে অন্তর্জালে মুক্তি পেয়েছে সালমান খানের আসন্ন সিনেমা ‘টাইগার থ্রি’র ট্রেলার। কিন্তু এখন পর্যন্ত ছবিটি নিয়ে কোন মন্তব্য করতে দেখা যায়নি বলিউড বাদশাহকে। এমনকি প্রচারণাতেও নেই!
সিনেমাটির মুখ্য ভূমিকায় সালমান ও ক্যাটরিনা কাইফ রয়েছে, এ কথা সকলেই জানেন। কিন্তু ছবিতে আর কে কে আছেন, তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন নির্মাতা। দর্শকের মনে সাসপেন্স তৈরি করার জন্য এই পন্থা অবলম্বন করেছেন বলে মন্তব্য নেটিজেনদের।
ট্রেলারে ইমরান হাশমিকে দেখা গেছে ভিলেন রূপে। কিন্তু ট্রেলার মুক্তির আগে ইমরানকে নিয়ে কেউ কোথাও একটা শব্দও প্রকাশ্যে আনেননি। এর আগে পর্যন্ত ছবির কোনো প্রচারেও দেখা যায়নি তাকে। ইমরানের লুক, চরিত্র সম্পর্কে কোনও আভাসই দিতে রাজি নন আদিত্য চোপড়া।
অন্যদিকে, সিনেমাটিতে ক্যামিও চরিত্রে দেখা দেবেন বলিউড বাদশাহ শাহরুখ খান। এমনটা সবাই জানেন। তার চরিত্রের বিষয়ে এখনই খোলাসা করতে চান না কেউই। সাসপেন্সের কারণেই ভাইজানের ছবির প্রচারে অনুপস্থিত শাহরুখ, এমনটাই ধরে নেওয়া হচ্ছে। সিনেমা মুক্তির পর শাহরুখকে প্রচারের অংশ করা হবে বলে খবর।
ইয়াশ রাজ ফিল্মস প্রযোজিত ‘টাইগার থ্রি’ পরিচালনা করেছেন মণিশ শর্মা। আগামী ১২ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।