
ছবি সংগৃহীত
দীর্ঘদিন পর পর্দায় ফিরে বাজিমাত করেছেন সানি দেওল। এখনও ভাসছেন ‘গদর ২’ সিনেমার সফলতায়। এরপরই তাকে নিয়ে অন্যান্য হিট সিনেমার সিক্যুয়েল তৈরি করতে উঠেপড়ে লেগেছেন বলিউডের নির্মাতারা।
‘গদর ২’-এর সাফল্য অভিনেতার ক্যারিয়ার ইউটার্ন নিয়েছে। রাতারাতি বেড়েছে পারিশ্রমিক। এবার নতুন ছবির জন্য নাকি বিপুল টাকা পারিশ্রমিক চাইছেন অভিনেতা!
আনন্দবাজারের প্রতিবেদন, ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপটে বাঁধা হচ্ছে ‘বর্ডার ২’ সিনেমার চিত্রনাট্য। আর এই সিনেমার জন্য নাকি বিপুল টাকা পারিশ্রমিক চাইছেন অভিনেতা!
শোনা যাচ্ছে, খুব শীঘ্রই ছবির আনুষ্ঠানিক ঘোষণাও করতে চলেছেন নির্মাতারা।
‘বর্ডার ২’ সিনেমার জন্য ৫০ কোটি টাকা পারিশ্রমিক পেতে চলেছেন অভিনেতা। শুধু তা-ই নয়, সিনেমা থেকে যে লাভ হবে তাতে লভ্যাংশও পাবেন তিনি।
সূত্রের খবর, সানি নিজে থেকে কিছু না বললেও নির্মাতারা নিজে থেকেই এই অর্থ তাকে দিতে রাজি। সানির উপস্থিতি এই সিনেমার গুরুত্ব বাড়িয়ে দেবে বলেই তাদের ধারণা।
১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘বর্ডার’ সিনেমাতে সানি দেওল ছাড়াও অভিনয় করেছিলেন সুনীল শেট্টি, জ্যাকি শ্রফের মতো অভিনেতারা।