
ছবি সংগৃহীত
মতের অমিল, বনিবনা না হওয়াসহ চার কারণ দেখিয়ে শরিফুল রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি। ডিভোর্স লেটারের কপি গণমাধ্যমের হাতে এলেও এসব নিয়ে অফিসিয়ালি কোনো মন্তব্য দেননি দুজনের কেউই।
এবার ডিভোর্সের বিষয় নিয়ে মুখ খুললেন পরীমণি। বুধবার রাতে নিজের ফেসবুকে পাঁচদিন আগের একটি স্ট্যাটাস শেয়ার করে তিনি লেখেন, নিশ্চয়ই এই স্ট্যাটাসের কথা মনে আছে অনেকেরই! সেবারও রাজ পাঁচ দিনের মাথায় বাসায় ফিরে আমার ফেসবুক থেকে এটা ডিলেট করে দিয়েছিল। তারপর এসব ঘটনা সে পুনরাবৃত্তি করেছে বার বার। স্যরি বলা, না খেয়ে থাকা, পা ধরে মাফ করে দাও আর হবে না, এমনকি সুইসাইড এর মতো হুমকিতেও ব্ল্যাকমেইলের শিকার হতে হয়েছে আমাকে! একই রকম ভুলের ক্ষমা কতবার করা যায় আমি জানি না। আমি শুধু সব ভুলে সুন্দর স্বাভাবিক একটা পারিবারিক সম্পর্ক চেয়েছিলাম। কিন্তু সে কখনোই এই সম্পর্কটাকে ওউন করেনি।
তিনি আরও লেখেন, সে সবার সামনে আমার বৌ, আমার বাচ্চা করে বেড়ানো ভয়ংকর একজন মানুষ। যে কিনা এই সম্পর্কটাকে শুধু নিজের স্বার্থে ইউজই করে গেলো প্রতিনিয়ত! আমি এমন ভয়ংকর একজন মানুষকে বার বার সুযোগ দিয়েছি। সে সুযোগও পেতো কারণ আইনগতভাবে তার সাথে আমার বিবাহ বিচ্ছেদ হয়নি। এসবে বারবার আমি অসন্মানিত হয়েছি আপনাদের কাছেও। আমাকে ক্ষমা করবেন।
ডিভোর্সের বিষয় সত্য জানিয়ে তিনি লেখেন, আমি তাকে অফিসিয়ালি ডিভোর্স দিয়েছি। খুবই স্বাভাবিক ওয়েতে। এটাও তাকে আমার এক প্রকার ক্ষমা করে দেয়া। না হয় আমার সাথে যে অন্যায়গুলো করেছে তাতে তার জেল হওয়ার কথা।
একমাত্র সন্তান রাজ্যের ফুল গার্ডিয়ানশিপ এখন নিজের জানিয়ে পরীমণি সবশেষে লেখেন, আমার ছেলের যাবতীয় খরচ মানে ভরণপোষণ থেকে আগামীতে পড়াশোনা যা কিছু আছে সব আমি বহন করবো। এতদিন যেভাবে করেছি। বাচ্চার ফুল গার্ডিয়ানশিপ এখন তার মা’র। এ বিষয়ে যা কিছু বলার আমার আইনজীবীরা বলবেন।
বছর দুয়েক আগে গিয়াসউদ্দিন সেলিমের 'গুণিন' সিনেমায় কাজ করতে গিয়ে রাজের সঙ্গে পরিচয় ঘটে পরীমণির। সাত দিনের পরিচয় থেকে প্রেম এবং বিয়ে করেন তারা। এরপর গেল বছরের ১৭ অক্টোবর ঘরোয়া আয়োজনে বিয়ের অনুষ্ঠান করেন। ২০২২ সালের ১০ আগস্ট এই দম্পতির ঘর আলো করে আসে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।
গেল মে মাসে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের সঙ্গে রাজের কিছু বিশেষ মুহূর্তের ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পর জানা যায়, ভালো যাচ্ছে না রাজ-পরীর সংসার জীবন। এরপর আলাদাভাবে রাজ ও পরীর মুখেও শোনা যায়, একসঙ্গে থাকছেন না তারা। দুজনের কেউই কারও মুখ দেখতে চাননা বলেও জানিয়েছেন।
এর কিছুদিন পরেই আবার তাদের দুজনকে একসঙ্গে দেখা যায়। আভাস মিলেছিল যে তারা দুজন এক হবেন। কিন্তু এবার জানা গেল বিচ্ছেদের পথেই হাঁটলেন আলোচিত এই দম্পতি।