
ছবি সংগৃহীত
ক্যারিয়ারের শুরুর দিকে বলিপাড়ার এক নায়িকার সঙ্গে গাঁটছড়া বাঁধার সিদ্ধান্ত নিয়েছিলেন সালমান খান। ৮ বছর প্রেম করার পর সংগীতা বিজলানির সঙ্গে বিয়ের সিদ্ধান্তও নিয়ে ফেলেছিলেন। এমনকি বিয়ের কার্ড পর্যন্ত ছাপা হয়ে গিয়েছিল তাদের। কিন্তু বিয়ের এক মাস আগে তা ভেঙে যায়। যার নেপথ্যে কারণ পরকীয়া।
এমনটাই জানিয়েছেন সালমানের আরেক প্রাক্তন সোমি আলি। যার সাথে একসময় প্রেমের সম্পর্কে ছিলেন সালমান, যদিও পরবর্তীতে ভেঙে যায় সেই সম্পর্ক। ইতোপূর্বেই সালমানকে ঘিরে একাধিক বিষ্ফোরক তথ্য ফাঁস করেছেন সোমি।
আর এবার তিনি ফাঁস করলেন কীভাবে বিয়ের কার্ড ছাপানো হয়ে যাওয়ার পরেও বিয়ের এক মাস আগে ভেঙে যায় সালমান ও তার আরেক প্রাক্তন সংগীতা বিজলানির বিয়ে। মূলত অন্য এক উঠতি অভিনেত্রীর সঙ্গে সালমানকে হাতেনাতে ধরে ফেলেছিলেন সংগীতা, তাও আবার ফ্ল্যাটের বন্ধ ঘরে। আর সেই উঠতি নায়িকাই ছিলেন সালমানের আরেক প্রাক্তন প্রেমিকা সোমি আলি।
১৯৯৪ সালের ২৭ মে বিয়ে হওয়ার কথা ছিল সালমান এবং সংগীতার। কিন্তু সোমির ব্যাপারে জানার পর এপ্রিল মাসেই বিয়ে ভেঙে দেন সংগীতা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সোমি বলেন, ‘আমার ফ্ল্যাটে এসে পড়েন সংগীতা। হাতেনাতে ধরেন সালমানকে। সংগীতার সঙ্গে সালমান যা করত পরে আমার সঙ্গেও তাই করেছিল। তখন বুঝিনি। পরে ওই কর্মফল ভোগ করতে হয় আমাকেও।’
সালমানের অভিনয় দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন সোমি। শুধুমাত্র সালমানের জন্যই বলিউডে কাজ করার সিদ্ধান্ত নেন তিনি। ফ্লোরিডা থেকে চলে আসেন মুম্বাইয়ে। শুধু তাই নয়, সালমানকে মনে মনে বিয়ে করার পরিকল্পনাও করে ফেলেছিলেন সোমি।
পরবর্তীতে সোমির সাথেও সালমান প্রতারণা করেছিল বলে দাবি তার। তাই তার সঙ্গে ব্রেকআপ করে আমেরিকায় ফিরে যান সোমি। বর্তমানে তিনি একটি এনজিওতে কর্মরত আছেন।
সূত্র: বলিউড হাঙ্গামা