
সংগৃহীত ছবি
৫ বছর আগে রাজধানীর কোতোয়ালি থানা এলাকায় বেআইনি সমাবেশ করার অভিযোগের মামলায় বিএনপির ১২ নেতাকর্মীকে তিন বছরের কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।
বুধবার (৬ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত এই ঘোষণা করেন। পাশাপাশি প্রত্যেকের ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আসামিরা হলেন, আনোয়ারুল আজিম, হায়দার আলী বাবলা, মো. আলাউদ্দিন, শওকত, মো. পারভেজ, ইমরান হোসেন ইমু, সাঈদ আহম্মেদ রানা, হাজী ফরহাদ রানা, আরিফ হোসেন বাপ্পি, ফজলুল হক মনি, হাজী মো. নাজিম উদ্দিন ও মো. সোবহান।
জানা গেছে, রায়ে দণ্ডবিধির ১৪৭ ধারায় প্রত্যেক আসামির এক বছরের কারাদণ্ড ও দণ্ডবিধির ৩৫৩ ধারায় দুই বছরের কারাদণ্ড দেন আদালত।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে কোতোয়ালি থানায় বেআইনি সমাবেশের অভিযোগে মামলাটি দায়ের করেন পুলিশ। মামলাটি তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন পুলিশ।