
সংগৃহীত ছবি
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের বিরুদ্ধে পল্টন থানার নাশকতার এক মামলায় মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৬ ডিসেম্বর) ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সল আতিক বিন কাদেরের আদালত শুনানি শেষে এই আদেশ দেন।
সংশ্লিষ্ট রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস কুমার পাল এতথ্য নিশ্চিত করেন।
গত ৪ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর বাড্ডায় বোনের বাসা থেকে ডিবি পরিচয়ে কয়েকজন এমরান সালেহ প্রিন্সকে নিয়ে যায়।
পরে গত ৫ নভেম্বর প্রিন্সের তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে আদালত। গত ৮ নভেম্বর জামিনের আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বিএনপি ঘোষিত মহাসমাবেশের কার্যক্রম হঠাৎ ভেঙ্গে গেলে শান্তিনগর মোড় এবং ফকিরাপুল মোড় হয়ে জনতার হাজার হাজার লোক ওউ স্থান অতিক্রম করার সময় বিভিন্ন ধরনের উস্কানীমূলক স্লোগান দিয়ে যেতে থাকে। তখন এজাহারনামীয় আসামিরা এবং বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অজ্ঞাতনামা পলাতক ৪০০/৫০০ নেতা কর্মী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস ও আব্দুস সালামদের উস্কানিতে ও প্রত্যক্ষ নির্দেশনায় অন্যান্য আসামিরা পল্টন মডেল থানাধীন পুলিশ টেরিকমের পাশে পুলিশ ক্যান্টিনে প্রবেশ করে ব্যাপক ভাংচুর এবং তান্ডবলীলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।