শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, অগ্রাহায়ণ ২৩ ১৪৩০

বাংলা বার্তা || Bangla Barta

‘সাকিবের আবেদন করা উচিত হয়নি’, টাইমড আউট নিয়ে গাঙ্গুলি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩:১১, ১০ নভেম্বর ২০২৩

‘সাকিবের আবেদন করা উচিত হয়নি’, টাইমড আউট নিয়ে গাঙ্গুলি

সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে অ্যাঞ্জেলো ম্যাথিউসের টাইমড আউট হওয়া নিয়ে চর্চা চলছেই। বিশেষ করে, বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের সমালোচনা হচ্ছে প্রচুর। ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বলেছেন, এমন আবেদন না করলেও পারতেন সাকিব।


দিল্লিতে শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচের ২৫তম ওভারে ‘টাইমড আউট’ হন ম্যাথিউস। কোনো বল না খেলেই মাঠ ছাড়তে হয় শ্রীলঙ্কার অভিজ্ঞ ব্যাটসম্যানকে। নিয়ম অনুযায়ী, দুই মিনিটের মধ্যে নতুন ব্যাটসম্যানকে প্রথম বলের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। দেরি করার মাশুল দিতে হয়েছিল ম্যাথিসকে।


ম্যাথিউসের দেরি দেখে আবেদন করে বসেন সাকিব। এরপর আম্পায়াররা টাইমড আউটের সিদ্ধান্ত দিতে বাধ্য হন। ওই ঘটনা নিয়ে আলোচনা-সমালোচনা চলছে এখনও।

সম্প্রতি এক ভারতীয় এক গণমাধ্যমকে সাকিবের এই আবেদন নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন ভারতীয় অধিনায়ক গাঙ্গুলি, ‘সাকিবের আবেদন করা উচিত হয়নি। টাইমড আউটের কোনো প্রয়োজনই ছিল না। আমি জানি না তার মাথায় কী চলছিল।’

শ্রীলঙ্কাকে ওই ম্যাচে ৩ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ।

Right Side Advertisement
Right Side Advertisement
Middle Advertisement
Middle Advertisement Mobile