
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবি পোস্ট করেছেন ডেভিড বেকহাম।
ইন্টার মায়ামির ট্রেনিং সেশনে হঠাৎই হাজির রদ্রিগো ডি পল। উদ্দেশ্য অন্য কিছু নয়। জাতীয় দলের সতীর্থ লিওনেল মেসির সঙ্গে সাক্ষাৎকার করা।
আতলেতিকো মাদ্রিদ মিডফল্ডার ডি পল মায়ামি সফরে এসেছিলেন। এ সময় তিনি ফ্লোরিডাতে ইন্টার মায়ামির ট্রেনিং সেশনে হাজির হন। দেখা করেন মেসির সঙ্গে।
মেসি ও ডি পলের সঙ্গে ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন ইংলিশ কিংবদন্তি ডেভিড বেকহাম। যিনি মায়ামির মালিক।
মেসি ও ডি পলের সঙ্গে তোলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে বেকহাম ক্যাপশনে লিখেছেন, ‘দুই বিশ্ব চ্যাম্পিয়ন’।
কাতার বিশ্বকাপে শিরোপাজয়ী মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা দলের অন্যতম সারথি ছিলেন ডি পল।
২৯ বছর বয়সী ডি পল এখন লা লিগায় নিজেদের মিশন শুরুর প্রস্তুতি নিচ্ছেন। আগামী সোমবার তার দল আতলেতিকো মাদ্রিদ খেলবে গ্রানাদার বিপক্ষে।
অন্যদিকে মেসি প্রস্তুত হচ্ছেন লিগস কাপের কোয়ার্টার ফাইনালের জন্য। যে মঞ্চে আগামী শনিবার তাদের প্রতিপক্ষ শার্লট।