ছবি: সংগৃহীত
ক্রীড়াঙ্গনে সময়টা বেশ ভালো কাটছে বাংলাদেশের। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডে সিরিজে হারিয়েছেন মেহেদী হাসান মিরাজরা। অন্যদিকে যুব এশিয়ান গেমসে নারী-পুরুষ কাবাডি দল বাংলাদেশকে এনে দিয়েছে ব্রোঞ্জ পদক।
এবার আরেক মঞ্চে ব্রোঞ্জ পদক জিতল বাংলাদেশ।
সেই মঞ্চ হচ্ছে সাফ অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। ভারতের রাচিতে চলমান আসরের প্রথম দিন কোনো পদক না পেলেও আজ পেয়েছে বাংলাদেশ। সেই ব্রোঞ্জ পদকটি এসেছে ৪ গুণীতক ১০০ মিটার পুরুষ রিলেতে।
ব্রোঞ্জ জিততে বাংলাদেশ সময় নিয়েছে ৪০ দশমিক ৮৪ সেকেন্ড।
তৃতীয় স্থান অর্জনে বাংলাদেশের হয়ে রিলেতে লড়েছেন ইসমাইল, আব্দুল মোতালেব, তারেক রহমান ও লুসাদ ইসলাম।
৩৯ দশমিক ৯৯ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছে শ্রীলঙ্কার অ্যাথলেটরা। অন্যদিকে স্বাগতিক ভারতের দৌড়বিদরা রৌপ্য জিততে সময় নিয়েছে ৪০ দশমিক ৬৫ সেকেন্ড। অন্যদিকে মেয়েদের রিলেতে ৪৮ দশমিক ২১ সেকেন্ড নিয়ে চতুর্থ হয়েছে বাংলাদেশ।
৪৭ দশমিক ৭৯ সেকেন্ড সময় নিয়ে বাংলাদেশকে পেছনে ফেলে ব্রোঞ্জ জিতেছে মালদ্বীপ। আজ আরো বেশ কিছু ইভেন্ট হলেও বাংলাদেশের নামের পাশে যুক্ত হয়নি কোনো পদক।
বাংলাবার্তা/এমএইচ
.png)
.png)
.png)



