
ছবি: সংগৃহীত
জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম নতুন এক ফিচার নিয়ে এসেছে, যা ব্যবহারকারীদের আরও সহজে লোকেশনভিত্তিক কনটেন্ট এক্সপ্লোর করার সুযোগ দেবে। মেটার মালিকানাধীন এই প্ল্যাটফর্ম যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য “ইনস্টাগ্রাম ম্যাপ” ফিচারটি চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের সাম্প্রতিক সক্রিয় অবস্থান বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারবেন এবং লোকেশনভিত্তিক স্টোরি ও রিলস দেখতে ও খুঁজে পেতে পারবেন।
তবে ফিচারটি চালুর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের সতর্কবার্তা ছড়িয়ে পড়েছে। অনেক ব্যবহারকারী ধারণা করছেন, এই ফিচারের মাধ্যমে অন্যরা তাদের অবস্থান রিয়েল-টাইমে দেখতে পারবে। বিষয়টি নিয়ে বিভ্রান্তি দূর করতে ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি একটি ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, “লোকেশন শেয়ারিং ডিফল্টভাবে বন্ধ থাকে। আপনি নিজে অনুমতি না দিলে বা সেটিংসে পরিবর্তন না আনলে কেউ আপনার অবস্থান দেখতে পাবে না।”
ইনস্টাগ্রাম ম্যাপ: কী করতে পারে, আর কী পারে না
ইনস্টাগ্রামের নতুন ম্যাপ ফিচারটি অ্যাক্সেস করতে ব্যবহারকারীদের প্রথমে মেসেজ বা DM পেজে যেতে হবে। সেখানে উপরের অংশে একটি ম্যাপ আইকন থাকবে। সেটিতে ট্যাপ করলে একটি পপ-আপ বার্তা দেখা যাবে, যেখানে জানানো হবে—আপনি লোকেশন শেয়ার না করলে অন্য কেউ আপনার অবস্থান দেখতে পাবে না।
মোসেরি আরও জানান, অনেক ব্যবহারকারী যখন ম্যাপ ফিচার খোলেন, তখন নিজেদের প্রোফাইল সেখানে দেখতে পেয়ে ভুলভাবে মনে করছেন যে, তাদের অবস্থান সবার কাছে দৃশ্যমান। আসলে ম্যাপে দেখা যায় সেইসব পোস্ট—যেগুলোতে সাম্প্রতিক স্টোরি বা রিলসে লোকেশন ট্যাগ দেওয়া হয়েছে। এই ফিচারটি আগে থেকেও ইনস্টাগ্রামে ছিল, তবে এখন তা নতুন আঙ্গিকে এবং সহজে পাওয়া যাচ্ছে।
রিয়েল-টাইম ট্র্যাকিং নয়
মোসেরি স্পষ্ট করে বলেন, “ইনস্টাগ্রাম ম্যাপ রিয়েল-টাইম লোকেশন স্ট্রিম করে না।” অর্থাৎ, কেউ যদি লোকেশন শেয়ারিং চালু রাখেন, তবুও তার অবস্থান কেবল তখনই আপডেট হবে যখন তিনি অ্যাপটি চালু করবেন। তাই ব্যবহারকারী যে মুহূর্তে যেখানে আছেন, তা লাইভ ট্র্যাক করার সুযোগ এই ফিচারের মাধ্যমে নেই।
লোকেশন সেটিংস পরিবর্তনের নিয়ম
লোকেশন শেয়ারিং সেটিং পরিবর্তন করতে চাইলে ব্যবহারকারীকে ইনস্টাগ্রাম অ্যাপ খুলে DMs পেজে যেতে হবে। উপরের ম্যাপ অপশনে ট্যাপ করলে প্রথমবার ব্যবহারের সময় একটি বার্তা আসবে, যাতে স্পষ্ট করে বলা থাকবে—আপনি শেয়ার না করলে আপনার অবস্থান ব্যক্তিগত থাকবে। এখান থেকে আপনি নির্ধারণ করতে পারবেন, আপনার অবস্থান কেবল নির্দিষ্ট কিছু মানুষের সঙ্গে শেয়ার করবেন, নাকি একেবারেই শেয়ার করবেন না। প্রয়োজনে যেকোনো সময় এই সেটিং পরিবর্তন করা যাবে।
গোপনীয়তা রক্ষার জন্য কিছু পরামর্শ
বিশেষজ্ঞরা ব্যবহারকারীদের গোপনীয়তা বজায় রাখতে কয়েকটি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন—
-
যেখানে অবস্থান করছেন, সেখান থেকে সরে যাওয়ার পরেই স্টোরি বা রিলসে লোকেশন ট্যাগ করুন।
-
নিয়মিত যাচাই করুন, কারা আপনার লোকেশন দেখতে পারছে।
-
যদি ফিচারটি সক্রিয়ভাবে ব্যবহার না করেন, তবে লোকেশন শেয়ারিং অপশন বন্ধ রাখুন।
নতুন এই ফিচারটি মূলত ব্যবহারকারীদের জন্য স্থানীয় কনটেন্ট খোঁজা এবং বন্ধুদের সঙ্গে সহজে লোকেশন শেয়ার করার একটি মাধ্যম হলেও, সঠিক সেটিংস ব্যবহার না করলে গোপনীয়তা ঝুঁকির মুখে পড়তে পারে। তাই ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের সচেতন থাকার পরামর্শ দিয়েছে।
বাংলাবার্তা/এমএইচ