
বাংলাবার্তা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জীববিজ্ঞান অনুষদের গবেষণা পত্রিকা 'জার্নাল অব লাইফ অ্যান্ড সায়েন্স' অনলাইকরণ করা হয়েছে।
বুধবার (৬ ডিসেম্বর) বিকেলে জীববিজ্ঞান অনুষদে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
উপাচার্য বলেন, জার্নালটি অনলাইন করণের মাধ্যমে আন্তর্জাতিক পরিমন্ডলে এর কার্যক্রম প্রসারিত হলো। প্রকাশিত গবেষণাকর্ম দেশ-বিদেশের গবেষকদের দৃষ্টি আকর্ষণ করবে যা তাঁদের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি করবে। এছাড়াও এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবীর, জার্নালের প্রধান সম্পাদক জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ শহিদুল আলম, ওয়েবসাইট ডিজাইন ও কারিগরী নির্দেশক জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের সভাপতি অধ্যাপক আবু রেজা প্রমুখ।
উল্লেখ্য, 'জার্নাল অব লাইফ অ্যান্ড সায়েন্স' এ জীববিজ্ঞান ও ভূবিজ্ঞানসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ের মৌলিক গবেষণালব্ধ প্রবন্ধ প্রকাশিত হয়ে থাকে।