
সংগৃহীত ছবি
অক্টোবর-নভেম্বরে ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করতে দেখা যাবে বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে। প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে ম্যাচ পরিচালনা করবেন তিনি।
আসছে বিশ্বকাপের লিগ পর্বের ম্যাচগুলোর জন্য শুক্রবার ১৬ জন আম্পায়ারের নাম ঘোষণা করেছে আইসিসি। সেই তালিকায় রয়েছেন ৪৬ বছর বয়সী সৈকত।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন তিনি। অনফিল্ড আম্পায়ার হিসেবেও থাকবেন বেশ কয়েকটি ম্যাচে।
ছেলেদের ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়েই প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে এবার ম্যাচ পরিচালনা করতে দেখা সাবেক ক্রিকেটার সৈকতকে।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ও মেয়েদের বিশ্বকাপ ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা আছে তার।