
সংগৃহীত ছবি
শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে এশিয়া কাপ মিশন শুরু হয়েছে বাংলাদেশের। তাতে সুপার ফোরে খেলার সমীকরণও কঠিন হয়ে গেছে সাকিব আল হাসানের দলের জন্য। আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে তো জয়ের বিকল্পই নেই টাইগারদের সামনে।
লাহোরে আগামী রবিবার রশিদ খানদের হারাতে না পারলে এশিয়া কাপ থেকে বিদায় নিতে হবে বাংলাদেশকে। ফলে এই আসর এখন বাংলাদেশের জন্য হয়ে দাঁড়াল প্রবল চাপের।
প্রতিপক্ষ হিসেবে আফগানিস্তান এখন আর মোটেও সহজ কেউ নয়। তাদের বোলিং আক্রমণের বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং লাইপআপ ভেঙে পড়াও নতুন কিছু নয়। শ্রীলঙ্কার বিপক্ষে আবার সেই ব্যাটিং ব্যর্থতাই ছিল হারের মুখ্য কারণ।
এদিকে পাল্লেকেলেতে গতকাল নেট রান রেটও ভালো রাখতে পারেনি বাংলাদেশ। তাদের দেওয়া ১৬৪ রান খুব সহজেই পেরিয়ে যায় লঙ্কানরা। গ্রুপ পর্বে তিন দল থেকে যেহেতু দুই দল পরের ধাপে যাবে, তাই নেট রান রেটও এখন ভালো করতে হবে টাইগারদের। সেটা রশিদ খানদের বিপক্ষে!
বাংলাদেশ দল অবশ্য বিশ্বাস হারাচ্ছে না। শ্রীলঙ্কার বিপক্ষে ৮৯ রানের ইনিংস খেলা নাজমুল হোসেন শান্ত যেমন ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলে গেলেন, ‘আমাদের দল খুবই ভালো। আমরা বিশ্বাস করি, আমরা যদি আমাদের খেলাটা খেলতে পারি, তাহলে আফগানিস্তানের সাথে ভালো ফলাফল করা সম্ভব।’
গত জুন-জুলাইয়ে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলেছে বাংলাদেশ। টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ জিতলেও স্বাগতিকরা হেরেছিল ওয়ানডে সিরিজে। সেই প্রসঙ্গ টানতেই শান্ত বললেন, ‘আমরা অতীত নিয়ে চিন্তা করছি না। আমাদের দল খুবই ভালো। আমরা বিশ্বাস করি, আমরা যদি আমাদের খেলাটা খেলতে পারি তাহলে আফগানিস্তানের সাথে ভালো ফলাফল করা সম্ভব।’