
হ্যারি কেইন
ক্লাব ক্যারিয়ারে হ্যারি কেইনের ঠিকানা বদলে যাচ্ছে। যে ক্লাবের যুব দলে বেড়ে ওঠা ও ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় কাটিয়ে দেওয়া, সেই টটেনহ্যাম ছাড়তে রাজি তিনি। নিতে চান নতুন চ্যালেঞ্জ।
কেইনকে পেতে বেশ কিছুদিন ধরেই মরিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছিল জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। গতকাল জানা গিয়েছিল, ইংলিশ ফুটবলারকে পেতে বায়ার্ন মিউনিখের দেওয়া চতুর্থ প্রস্তাবে রাজি হয়েছে টটেনহ্যাম। সিদ্ধান্ত এখন কেইনের।
বায়ার্নের সঙ্গে ব্যক্তিগত শর্তাবলি নিয়ে আলোচনার পর কেইন নাকি ৪ বছরের চুক্তিতে বায়ার্নে যোগ দিতে রাজি হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টাইমস’ এমনটাই জানিয়েছে।
দলবদল বিষয়ক বিখ্যাত সংবাদিক ফাব্রিজিও রোমানো জানিয়েছেন, আজই জার্মানি উড়ে যাওয়ার কথা কেইনের। হবে স্বাস্থ্য পরীক্ষা।
বায়ার্ন তাদের চতুর্থ প্রস্তাবে কেইনের জন্য ১০ কোটি ইউরোর বেশি অর্থ প্রস্তাব করেছে। এখন কেইন বায়ার্নে যোগ দিলে ক্লাবটির ইতিহাসে সবচেয়ে দামি ফুটবলারে পরিনত হবেন।
টটেনহ্যামে কেইন যে অসুখী তা নয়। ক্লাবটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা তিনি। কিন্তু প্রতি মৌসুমে হয়তো গোলের পর গোল করছেন, কিন্তু শিরোপা যে পাওয়া হচ্ছে না ইংলিশ ফুটলের সময়ের সেরা তারকার।
তিনবার ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। টটেনহ্যাম ও ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার হয়েছেন দুইবার করে। কিন্তু কোনো শিরোপা নেই। কাঙ্ক্ষিত সেই বস্তুটার দেখা পেতেই হয়তো নতুন কিছু ভাবছেন ৩০ বছর বয়সী ফুটবলার।