 
					ছবি: সংগৃহীত
বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম সেরা অ্যাথলেট সাকিব আল হাসান। দীর্ঘ ১৯ বছর ধরে বাংলাদেশ ক্রিকেটকে নিজের সেরাটা দিয়ে আসছেন এই অলরাউন্ডার। ব্যাট-বলের পারফরম্যান্স দিয়ে বিশ্বের সেরা অলরাউন্ডারও হয়েছিলেন তিনি।
তবে ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারছেন না সাকিব।
জুলাই গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর থেকেই তার আন্তর্জাতিক ক্যারিয়ার ঝুলে আছে অনিশ্চয়তায়। দেশে ফিরে দলের হয়ে খেলতে চাইলেও বাংলাদেশের অনেক দর্শক-সমর্থকের চাপের মুখে ফেরা হয়নি তার। সঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ সদস্যর মাথায় ঝুলছে বেশ কটি মামলাও।
তবে সাকিবের রাজনৈতিক পরিচয়কে একপাশে রেখে তার প্রশংসা করেছেন বিসিবির পরিচালক আসিফ আকবর।
অবশ্য ৩৮ বছর বয়সী ক্রিকেটারের প্রশংসা আগেও করেছেন তিনি। আগামী ১০০ বছরে একটা সাকিব পাব কি না বলে জানিয়েছেন তিনি। বাংলাদেশের বেসরকারি এক টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন।
সাকিবকে নিয়ে বিসিবির বয়সভিত্তিক কমিটির চেয়ারম্যান আসিফ বলেছেন, ‘সাকিবের ব্যক্তিত্ব, ব্যক্তিগত ইস্যুগুলো ওর ব্যাপার।
ব্যক্তিগতভাবে খারাপ কি ভালো সেটা অন্য ইস্যু। সেটার জন্য কোর্ট, সমাজ আছে। একজন খেলোয়াড় হিসেবে সাকিব আল হাসান বাংলাদেশের ব্র্যান্ড। আগামী ১০০ বছরে একটা সাকিব পাব কি না, আমরা জানি না। তবে সাকিব আল হাসান ইজ সাকিব আল হাসান।
বাংলাবার্তা/এমএইচ
 
				.png)
.png)
.png)



